অতুলচন্দ্র নাগ, ডোমকল: মুর্শিদাবাদের ডোমকলে আগ্নেয়াস্ত্র তৈরি কারখানার হদিশ। বুধবার গভীর রাতে মুর্শিদাবাদ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ডোমকল থানার যৌথ অভিযানে ওই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ পায় পুলিশ। উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সামগ্রী। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার থেকে ৪০ হাজার টাকার জাল নোটও পাওয়া গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডোমকলের ঘোড়ামারা অঞ্চলের নিশ্চিন্দপুরের একটি বাড়িতে পুলিশের এসওজি টিম ও ডোমকল থানার যৌথ অভিযান চালায়। সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র ও অস্ত্র তৈরির সামগ্রী। বাজেয়াপ্ত করা হয়েছে, ১টি রাইফেল ও ৩ রাউন্ড থ্রিনটথ্রি গুলি। ৪টে পাইগান, ৯ রাউন্ড গুলি। ১২টি অসমাপ্ত পাইপগান, ১টি খালি গোলাবারুদ। পাওয়া গিয়েছে, ২টো হাইড্রোলিক পাইপ, সাধারণ পাইপ ৫ টি, ১টি ড্রিল মেশিন, কাটিং মেশিন ১টি, ১ টি এয়ার ব্লোয়ার, ২টি ডাইস, ধাতব শীট ১টি, একটি বড় ও একটি ছোট বড় গোলাবারুদ। এছাড়াও হ্যাসকো ব্লেড ২টি প্লাস ১ পিস, ২টি হাতুড়ি-সহ অস্ত্র তৈরিতে ব্যবহৃত অন্যান্য ছোট লোহার তৈরি সরঞ্জাম উদ্ধার হয়েছে। ঘটনায় সিরাজ মণ্ডল নামে বছর ছাব্বিশের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ডোমকল থানায় সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ডোমকলের দায়িত্বপ্রাপ্ত এসডিপিও বিমান হালদার। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি দিন পঁচিশেক আগে ওই কারখানা চালু করেছিল। ইতিমধ্যে কয়েকটা তৈরি অস্ত্র বিক্রিও করেছে সে। বৃহস্পতিবার তাকে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.