Advertisement
Advertisement
BJP

বাংলা ও বাঙালি ‘বিদ্বেষী’ বিজেপি! বর্ধমানে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত সদস্যের

দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে ইস্তফা দিয়েছেন মেমারির আরেক বিজেপি নেতাও।

In Bardhaman, BJP panchayat member joins TMC to protest anti-Bengali issue
Published by: Sucheta Sengupta
  • Posted:September 7, 2025 2:51 pm
  • Updated:September 7, 2025 3:59 pm  

সৌরভ মাজি, বর্ধমান: বাংলা ও বাঙালি বিরোধী হিসেবে এবার বিজেপিকে চিহ্নিত করলেন দলেরই সদস্য! সম্প্রতি ভিনরাজ্য থেকে যেভাবে বাঙালির উপর লাগাতার অত্যাচারের অভিযোগ আসছে, তার প্রতিবাদ করে বর্ধমানের এক পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে দিলেন। রবিবার তিনি যোগ দিলেন তৃণমূলে। জানা গিয়েছে, নিমো ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশডাঙা ক্যাম্পের উত্তরপাড়ের বুথ সদস্য বুল্টি জানা মণ্ডল তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন। জানিয়েছেন, তৃণমূলের উন্নয়ন যজ্ঞে আস্থা রেখে, দলের সঙ্গে কাজ করতে চেয়ে তাঁর এই দলবদল। এবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বলে জানালেন বুল্টি জানা মণ্ডল।

Advertisement

রবিবারই মেমারির তৃণমূল নেতৃত্বকে চিঠি লিখে দলে যোগদানের আবেদন করেছিলেন বুল্টিদেবী। ব্লক সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠি তিনি জানান, ‘বর্তমানে বাংলা ও বাঙালির প্রতি বিজেপির অত্যাচার, বাংলাকে ভেঙে ফেলার চক্রান্তের প্রতিবাদ এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের উন্নয়ন যজ্ঞে শামিল হওয়ার জন্য আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাই।’ চিঠি পেয়ে তাঁর আবেদন মঞ্জুর করেন ব্লক সভাপতি। এদিনই দলের পতাকা হাতে তুলে তৃণমূলে স্বাগত জানানো হল বুল্টিদেবীকে। এ বিষয়ে মেমারি-১ ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় জানান, ”আগেও এখানকার পঞ্চায়েত সদস্য দলবদল করেছেন। বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন। এবার এক সদস্যাও আমাদের দলে এলেন।”

শাসক শিবিরে যোগ দিয়ে বুল্টিদেবী বলেন, ”নিমো-২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশডাঙা ক্যাম্পের উত্তরপাড়ের বুথ নং ১৮২-র বিজেপি সদস্য। কিন্তু বর্তমানে বিজেপি যেভাবে বাংলা ও বাঙালির উপর নির্যাতন করছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যেভাবে রাজ্যে উন্নয়ন করছে, তাতে আমিও সেই কাজে যোগ দিতে চাই। তাই আজ তৃণমূলের যোগ দিলাম।” অন্যদিকে, দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে জেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন মেমারির এক বিজেপি নেতা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement