Advertisement
Advertisement
Murshidabad

প্রেমিকের জন্মদিনে কেক কাটা হল না, মেয়ের পছন্দের ছেলেকে ধারালো অস্ত্রের কোপ তরুণীর বাবার!

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

In Murshidabad, young woman's father attacked her daughter's lover with a sharp weapon

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:August 20, 2025 6:15 pm
  • Updated:August 20, 2025 6:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রেমিকের জন্মদিনে কেক আর কাটা হল না। তার আগেই প্রেমিকার বাবা ধারালো অস্ত্র দিয়ে ঘরে ঢুকে আঘাত করল ওই তরুণকে! গুরুতর জখম হল প্রেমিক মামুন শেখ! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা থানার খড়িবোনা এলাকায়। রক্তে ভাসল ঘর। লাল হল জন্মদিনের কেক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হাসপাতালে ভর্তি ওই তরুণ।

Advertisement

গতকাল, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা থানার খড়িবোনা এলাকায়। জানা গিয়েছে, ওই এলাকাতেই থাকেন মামুন শেখ নামে ওই যুবক ও ওই তরুণী। দুজনের মধ্যে প্রেমের সম্পর্কও রয়েছে। কিন্তু সেই সম্পর্ক মানতে পারছিলেন না ওই তরুণীর মামা শরিফুল শেখ। তাই নিয়ে বাবা-মেয়ের মধ্যে বিবাদও হয়েছিল। তবুও মেয়ে সেই সম্পর্ক থেকে বেরোননি। গতকাল ওই তরুণের জন্মদিন ছিল। সন্ধেবেলা মামুন শেখের বাড়িতে অন্যান্যদের সঙ্গে নিমন্ত্রিত ছিলেন ওই তরুণী। জন্মদিনের কেক কাটা হবে। এমন সময় দলবল নিয়ে ওই বাড়িতে চড়াও হয় ওই তরুণীর বাবা শরিফুল শেখ! কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে মামুনকে একের পর এক কোপ দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্ক ছড়ায় অন্যান্যদের মধ্যে।

জন্মদিনের কেকেও রক্তের দাগ লাগে বলে খবর। দ্রুত ওই তরুণকে উদ্ধার করে স্থানীয় নশিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ