বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: গত কয়েকদিন আগেই শহরে এসে ফোর্ট উইলিয়মে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ) জেনারেল অনিল চৌহান-সহ বাহিনীর তিন প্রধানরা উপস্থিত ছিলেন। ছিলেন নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। গুরুত্বপূর্ণ এই বৈঠকের পরেই সিকিমের ১৭ হাজার ফুট উচুতে বিশেষ মহড়া সারলেন সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের জওয়ানরা। একেবারে যুদ্ধের সামগ্রী নিয়ে রুট মার্চ করেন তাঁরা। কোন আশঙ্কায় হঠাৎ এই মহড়া? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
একেবারে খাড়া পাহাড়ি ঢাল, বরফে ঢাকা চারপাশ! নিঃশ্বাস নেওয়াটাও সেখানে চ্যালেঞ্জের। একেবারে রুক্ষ ট্র্যাকের মধ্য দিয়ে ছয় দিন ধরে চলে বিশেষ এই যুদ্ধের মহড়া। সম্প্রতি সেই মহড়া শেষ হয়েছে। যেখানে সেনা জওয়ানদের শারীরিক সহনশীলতার পরীক্ষা নেওয়া হয়। পাশাপাশি ১৭ হাজার ফুট উচ্চতায় মনোবল ঠিক রাখাটাও একটা কঠিন বিষয়! বিশেষ এই মহড়ায় সেই তালিমও সেরে নেন সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের জওয়ানরা।
জানা গিয়েছে, দীর্ঘ রাস্তায় প্রতিটি সেনা জওয়ানরা সম্পূর্ণ অপারেশনাল লোড-অস্ত্র, সরঞ্জাম এবং বেঁচে থাকার জন্য জরুরি জিনিস বহন করেছেন। ঠিক যেমনটা উঁচু পাহাড়ি এলাকায় যুদ্ধক্ষেত্রে করতে হয়, ঠিক সেভাবেই চলে এই মহড়া। এখানে শেষ নয়, বিশেষ এই মহড়া চলাকালীন আধুনিক প্রযুক্তি, ড্রোন এবং স্মার্ট লজিস্টিকের সাহায্য নেন জওয়ানরা।
ত্রিশক্তি কর্পসের জিওসি লেফটেন্যান্ট জেনারেল জুবিন এ মিনওয়ালা বলেন “প্রযুক্তি আমাদের সক্ষমতা বৃদ্ধি করে, কিন্তু জওয়ানদের সাহস এবং দলবদ্ধতাই শেষ পর্যন্ত যুদ্ধে জয়লাভ আনে।” সেনা শীর্ষ আধিকারিকের কথায়, ”এই মহড়া কঠোরতম পরিস্থিতিতে লড়াই করা এবং জয়লাভ করার ক্ষমতার প্রতি আস্থাকে আরও দৃঢ় করেছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.