Advertisement
Advertisement
Kalna

অসুস্থতার অজুহাতে হাসপাতালে, পুলিশের চোখে ধুলো দিয়ে শৌচাগার থেকে চম্পট বন্দি

এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় কালনা এলাকায়।

Inmate ran away from bathroom in Kalna

(বামদিক) এই জানলা দিয়েই চম্পট বন্দির। (ডানদিকে) পলাতক বন্দি। নিজস্ব চিত্র

Published by: Paramita Paul
  • Posted:January 21, 2025 6:46 pm
  • Updated:January 21, 2025 6:57 pm  

অভিষেক চৌধুরী, কালনা: ফের পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল বন্দি! এবার ঘটনাস্থল কালনা। অসুস্থতার অজুহাতে মঙ্গলবার ভোরে কালনা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সংশোধনাগারের এক বন্দিকে। একটু বেলা বাড়তেই শৌচাগারে যাওয়ার নাম করে পুলিশের চোখে ধুলো দিয়ে চম্পট দিল সে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় কালনা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ সোমবার বাইক চুরির অভিযোগে কালনা থানার পুলিশ সুজয় মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে হেফাজতে নেয়। মঙ্গলবার কাকভোরে পেটেব্যথার জন্য সুজয়কে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সকালে প্রাথমিক চিকিৎসার পর সাড়ে নটা নাগাদ পুরুষ মেডিসিন বিভাগে স্থানান্তরিত করা হয়। পুলিশ সেলের নজরদারিতে রাখা হয়। শৌচাগারে যাওয়ার জন্য অনুমতি চায়। প্রথমে হাসপাতালের শৌচাগারে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু সেখানে কমোড থাকা তার পেট সাফ হয়নি বলে দাবি করে অন্য শৌচাগারে নিয়ে যাওয়ার দাবি জানায়। হাসপাতালের চৌহদ্দির মধ্যে থাকা ‘পে অ্যান্ড ইউজ’ শৌচাগারে নিয়ে যাওয়া হয়।

ঢোকার পর আধঘণ্টা পেরিয়ে গেলেও সুজয় শৌচাগার থেকে বেরিয়ে আসেনি। পুলিশ ঘটনাস্থলে যেতেই মাথায় হাত। ততক্ষণে চম্পট দিয়েছে সে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এ প্রসঙ্গে হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস ঘটনার বিবরণ দিয়ে জানান, সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশকে সমস্তরকমভাবে সাহায্য করা হবে।” পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, সম্প্রতি একের পর এক এধরনের ঘটনা ঘটে চলেছে। পুলিশের চোখে ধুলো দিয়ে করণদিঘি ও ডোমকলেও বন্দি পালিয়েছে। এবার তালিকায় জুড়ল কালনার নাম।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement