Advertisement
Advertisement

Breaking News

Islampur

প্রথম বউই তাড়িয়েছে সতীনকে! রাগে বাড়িতে আগুন ধরাল স্বামী

ঘরে স্ত্রী, দুই সন্তানকে রেখে অন্যের বউয়ের সঙ্গে ঘর বেঁধেছিলেন ইসলামপুরের যুবক।

Islampur Man sets house on fire as second wife left him
Published by: Paramita Paul
  • Posted:June 16, 2025 9:53 pm
  • Updated:June 16, 2025 9:54 pm  

শংকর কুমার রায়, রায়গঞ্জ: স্ত্রী এবং দুই সন্তান ঘরে রয়েছে তাঁর। তা সত্বেও দুই শিশু-সহ এক বিবাহিত মহিলাকে  তিন মাস আগে ঘরে তোলেন। দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে নতুন সংসারও পাতেন। কিন্তু রবিবার রাতে দ্বিতীয় পক্ষের স্ত্রী আচমকা বাড়ি ছেড়ে চলে যায়। স্বামীর সন্দেহ ছিল, প্রথম স্ত্রীই তার ‘সতীন’কে তাড়িয়ে দিয়েছে। সেই রাগে বাড়িতে আগুন ধরিয়ে দিল যুবক। উত্তর দিনাজপুরের ইসলামপুরের ফার্ম কলোনির রবিবার রাতের এই ঘটনায় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে বিহারের দূর্গাদেবীর সঙ্গে বিয়ে হয় পেশায় দিনমজুর বিকি দাসের। পরবর্তীতে পরপর দুই পুত্রের জন্ম হয়। দাম্পত্য জীবন সবই প্রায় ঠিকঠাক চলছিল। কিন্তু দ্বিতীয় নারী ঘরে ঢুকতেই সব যেন আগুনের মতোই ছারখার হয়ে যায়! কয়েক মাস আগে ডালখোলার পিন্টু সরকারের স্ত্রী ভারতী সরকারের সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে বিকির। দিন কয়েকের মধ্যেই ডালখোলার প্রথম স্বামীকে ছেড়ে দুই সন্তানকে নিয়ে বিকির হাত ধরে তাঁর ইসলামপুরের বাড়িতে পৌঁছন ভারতীদেবী। স্বামীর এহেন সিদ্ধান্ত মন থেকে মানতে না পারলেও দুই বধূ একই বাড়িতে থাকতে শুরু করেন। কিন্তু গত মাস থেকে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আলাদা বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন স্বামী। কিন্তু গতরাতে ভাড়া বাড়িতে ফিরে বিকি দেখেন দ্বিতীয় স্ত্রী নেই। ব্যস, তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন।

বিকির মনে হয়, প্রথম স্ত্রী হয়তো দ্বিতীয় স্ত্রীকে তাড়িয়ে দিয়েছে। এরপর ফার্ম কলোনির বাড়িতে পৌঁছে প্রথম স্ত্রীর উপর ক্ষোভে ফুঁসে ওঠেন তিনি। শেষমেশ রাগে বিকি দাস রাতে তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেন। ঘরের সমস্ত দ্রব্য সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনীর কর্মীরা। কিন্তু ততক্ষণে আগুনের গ্রাসে ভস্মীভূত বাড়িঘর। তবে দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। যদিও আগুন লাগার মূল কারণ এখনও স্পষ্ট নয়। দমকলবাহিনীর আধিকারিক সূত্রের বক্তব্য, শর্ট সার্কিট থেকে নাকি বাড়ির মালিক নিজেই নিজের বাড়িতে অগ্নি সংযোগ ঘটিয়েছে,তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরিষ্কার করে বলা সম্ভব নয়।

তবে স্বামীই নিজের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে বলে প্রথমপক্ষের স্ত্রী দুর্গা দাসের অভিযোগের ভিত্তিতে বিকি দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রথম পক্ষের স্ত্রী দুর্গাদেবীর অভিযোগ,”আমার স্বামী মনে করেছে আমি দ্বিতীয় স্ত্রীকে তাড়িয়ে দিয়েছি। এই সন্দেহে রাতে বাড়িতে এসে ঘরে আগুন ধরিয়ে দেন স্বামী। কিন্তু আমি দ্বিতীয় স্ত্রীকে বাড়ি থেকে বের করিনি।” তবে স্থানীয় বাসিন্দা পাপন দাস এবং অমল দাসদের কথায়,”আগুন যে কোন মূহুর্তে পাড়ায় ছড়িয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারত। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনায় এ যাত্রায় রক্ষা পেলাম।” ইসলামপুর পুলিশ সুপার জবি থমাস বলেন,”ঘটনায় অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু হয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement