Advertisement
Advertisement

Breaking News

Jalpaiguri

জলপাইগুড়িতে নাবালিকা গণধর্ষণ-খুনে ৩ জনের ফাঁসি, ৫ বছর পর মিলল সুবিচার

বৃহস্পতিবার বিচারক এই রায় ঘোষণা করায় খুশি নাবালিকার পরিবার।

Jalpaiguri POCSO court awarded death sentence to three man for physical assault and murder case

প্রতীকী ছবি

Published by: Sayani Sen
  • Posted:July 10, 2025 3:19 pm
  • Updated:July 10, 2025 3:51 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে নাবালিকা গণধর্ষণ-খুনের পাঁচ বছর পর মিলল সুবিচার। এই ঘটনার সঙ্গে যুক্ত ৩ জনকে ফাঁসির নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। বৃহস্পতিবার বিচারক এই রায় ঘোষণা করায় খুশি নাবালিকা ছাত্রীর পরিবার।

Advertisement

ঘটনা গত ২০২০ সালের ১০ আগস্টের। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের এক নাবালিকা স্কুলছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ১১ আগস্ট থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর পরিবারের লোকজন। তদন্তে নেমে ছাত্রীর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি সেপটিক ট্যাঙ্ক থেকে কিশোরীর পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়।

ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা সকলেই নাবালিকার পূর্ব পরিচিত। জানা গিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে বের করে ধর্ষণ করা হয় নাবালিকাকে। মামলায় মোট ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। শেষমেশ বৃহস্পতিবার তিনজনকে দোষী সাব্যস্ত করে বিচারক। তাদের ফাঁসির সাজা শোনানো হয়। ঘটনার ৫ বছর পর সুবিচার পেয়ে খুশি নাবালিকার পরিবার। প্রসঙ্গত, সম্প্রতি কুলতলি, জয়নগর-সহ বেশ কয়েকটি ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা শুনিয়েছে আদালত।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement