Advertisement
Advertisement
Jalpaiguri

ভাড়া দিতে না পেরে টোটোচালককে ‘খুন’! অভিযুক্ত ও প্রেমিকাকে হাওড়া থেকে গ্রেপ্তার জলপাইগুড়ি পুলিশের

ঘটনার ২০ দিনের মাথায় 'খুনে'র কিনারা করল পুলিশ।

Jalpaiguri police arrest Toto driver's murder accused and his girlfriend from Howrah

ধৃতদের নিয়ে সাংবাদিক বৈঠক পুলিশ আধিকারিকের। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:September 19, 2025 6:45 pm
  • Updated:September 19, 2025 7:43 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: ভাড়া নিয়ে বচসা! তাঁর জেরে সাতসকালে টোটো চালককে ‘খুন’ করে সেই টোটো রিক্সা নিয়ে উধাও হয়েছিল যাত্রী। সেই ঘটনার ২০ দিনের মাথায় অভিযুক্ত যুবক ও তাঁর প্রেমিকাকে গ্রেপ্তার করল পুলিশ। হাওড়া জেলার সাঁকরাইল থেকে তাঁদের গ্রেপ্তার করেছে। জলপাইগুড়ির কোতোয়ালি থানায় ধৃতদের নিয়ে আসা হয়।

Advertisement

গত ২৯ আগস্ট জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের নামাজি পাড়া এলাকার একটি খাল থেকে সিতুল রায় নামে এক টোটোচালকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। তাঁকে খুন করা হয়েছে, প্রাথমিকভাবে সেই কথাই জানিয়েছিল পুলিশ। ২৭ আগস্ট ভোর থেকে নিখোঁজ ছিলেন তিনি। তদন্তে নেমে রাস্তার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ দেখতে পায় যাত্রী নিয়ে দেবনগরের দিকে যাচ্ছেন ওই টোটো চালক।পুলিশ জানায় মৃতদেহ উদ্ধার হলেও মৃত টোটো রিক্সা চালকের মোবাইল ফোন ও টোটোটিকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ জানতে পারে চিলকির হাটের বাসিন্দা জ্যোতির্ময় রায় নামে এক যুবক টোটোটি নিয়ে গিয়েছিল। চিলকির হাট ফাড়ির পুলিশের নজরে পড়ে যাওয়ায় সেটি ফেলে পালিয়ে জলপাইগুড়ি চলে আসেন। পরে প্রেমিকা রত্না রায়কে নিয়ে হাওড়ার সাঁকরাইলে গিয়ে গা ঢাকা দেয়।

জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় এদিন জানান, যাত্রী সেজে উঠে ভাড়া দিতে পারেননি ওই যুবক। সেজন্য চালককে খুন করে মোবাইল ফোন ও টোটো নিয়ে পালিয়ে গিয়েছিল কোচবিহারের চিলকির হাটের যুবক জ্যোতির্ময় রায়। জানা গিয়েছে, শহরের পাঁচ নম্বর ঘুমটির বাসিন্দা এক বিবাহিত মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল জ্যোতির্ময়ের। প্রেমিকার টানেই ২৬ আগস্ট রাতে জলপাইগুড়ি আসা। পরদিন খুব ভোররাতে টোটোচালকের গাড়িতে উঠে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করলেও ভাড়া দিতে না পেরে খুন করে পালিয়ে যাওয়ার ঘটনা। জলপাইগুড়ি থেকে প্রেমিকাকে নিয়ে হাওড়ায় গিয়ে বাড়িভাড়া নিয়ে বসবাস শুরু করে। সেখানেই মৃত টোটো চালকের মোবাইল ফোন অন করতেই পুলিশের রাডারে চলে আসেন জ্যোতির্ময়। হাওড়ার সাঁকরাইলে গিয়ে অভিযুক্ত জ্যোতির্ময় ও তার প্রেমিকা রত্না রায়কে গ্রেপ্তার করে জলপাইগুড়ি নিয়ে আসে পুলিশ। ধৃতদের জলপাইগুড়ি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement