Advertisement
Advertisement

চুরি করা মোবাইলে সেলফি! পুলিশের জালে মাসতুতো ভাই দুই চোর

বোঝো কাণ্ড!

Jalpaiguri: Selfie addicted thieves land in jail
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 30, 2018 1:54 pm
  • Updated:May 30, 2018 1:54 pm   

শান্তনু কর, জলপাইগুড়ি: এখন সেলফির নেশায় বুঁদ সকলেই। কিন্তু, নিজের ছবি নিজের মোবাইলেই তোলাই ভাল। কিন্তু, চুরি করা মোবাইলে সেলফি? নৈব নৈব চ। জলপাইগুড়িতে ধরা পড়েছে দুই মোবাইল চোর। তারা আবার সম্পর্কে মাসতুতো ভাই। ধৃতেদের কাছ থেকে তিনটি দামি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

[সংসার চালাতে বৃহন্নলা সেজে পথে, টাকা তুলতে গিয়ে বেধড়ক মার খেলেন যুবক]

গত রবিবার জলপাইগুড়ি শহরের একটি মোবাইলের শোরুম থেকে চুরি হয়ে যায় তিনটি মোবাইল। একটি মোবাইল শোরুমের মালিকের। বাকি দুটি একেবারে নতুন। সিল করা প্যাকটে শোরুমে রাখা ছিল। শোরুম মালিক জানিয়েছেন, ফেসবুক করার জন্য ওই মোবাইলটি ব্যবহার করেন তিনি। সেটি শোরুমেই থাকে। ঘটনার পরের দিন কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেন ওই শোরুমের মালিক। অভিযোগ পাওয়া মাত্রই তৎপর হয় পুলিশ। কোতয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, ‘সিসিটিভির ছবি দেখে চোরকে চিহ্নিত করার চেষ্টা করি আমরা। কিন্তু, ক্যামেরায় চুরির ঘটনা ধরা পড়লেও, চোরদের চেনা যাচ্ছিল না। মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। এরপর বিভিন্ন সূত্র ধরে চোরের খোঁজ শুরু হয়। কিন্তু চোর ধরা যাচ্ছিল না কিছুতেই।‘ শেষপর্যন্ত, সেলফি নেশাই বিপদে ফেলল চোরেদের।

[মাঝরাতে বাড়িতে ঢুকে পড়ল ডাম্পার, প্রাণ গেল একই পরিবারের ৪ জনের]

কীভাবে? সোমবার সকালে চুরি করা মোবাইল থেকে শোরুম মালিকের ফেসবুকে অ্যাকাউন্টে তিন যুবকের সেলফি আপলোড করা হয়। বিষয়টি নজরে আসতেই পুলিশকে জানান তিনি। সেই সেলফির সূত্র ধরে শিলিগুড়ির নৌকাঘাট এলাকার এক যুবককে আটক করে পুলিশ। তাঁকে জেরা করেই গ্রেপ্তার করা হয় ধূপগুড়ির বাসিন্দা দীপক রায় ওরফে ঘণ্টি ও তার মাসতুতো ভাই রঞ্জিতকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, খোয়া যাওয়া মোবাইলে ক্যামেরায় বদলে ফেসবুক ক্যামেরায় সেলফিতে তুলে ফেলে ওই তিন যুবক। সেই ছবি আবার ফেসবুকে আপলো়ড হয়ে যায়। আর তাতে ধরা পড়ল মোবাইল চোর। দীপক রায় ওরফে ঘণ্টি দাগী চোর। এরআগেও বেশ কয়েকবার চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছে সে। ধৃতদের জেরা পুলিশ জানতে পেরেছে, জলপাইগুড়ি শোরুম থেকে মোবাইল চুরি করে ঘণ্টি চলে যায় শিলিগুড়িতে। সেখানে সিল করা মোবাইল দুটি বিক্রি করার চেষ্টা করে ঘন্টি। শোরুমে মালিকের মোবাইলে সেলফিও তোলে। কিন্তু, সেই ছবি ওই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে আপলোড হয়ে যাওয়াতেই ধরা পড়ে গেল দুই মোবাইল চোর।

[জ্বালানি-যন্ত্রণার জের, গাড়ি গ্যারাজে রেখে গণপরিবহণেই আস্থা গাড়িবাবুদের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস