প্রতীকী ছবি
অংশুপ্রতিম মণ্ডল, খড়গপুর: রেলশহর খড়গপুর বাসস্ট্যান্ডের কাছে একটি হোটেলের ঘর থেকে এক জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিপ্লব মজুমদার। বয়স ২০ বছর। বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর শহরের আদিত্যপুর এলাকায়। এদিন হোটেলের ঘরের দরজা ভেঙে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অত্যন্ত মেধাবী এই যুবক দিন কয়েক আগে জয়েন্ট এন্ট্রান্স (মেইন্স) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারপর তিনি জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভান্স) পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী ১৭ মে পরীক্ষা ছিল। আর এই পরীক্ষার প্রস্তুতির জন্য জামশেদপুর শহরে একটি কোচিং সেন্টারে পড়াশোনা করতেন। সেখানে রবিবার পরীক্ষা রয়েছে বলে সকাল আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান। দুপুর দেড়টা পর্যন্ত মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে। পরে অবশ্য রাতে সময় মতো বাড়ি ফিরছে না দেখে যুবকের ফোনে পরিবারের লোকজন যোগাযোগ করার চেষ্টা করলেও বিফল হতে হয়। কারণ সেই সময় ফোন বন্ধ ছিল।
এদিকে রাতে বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে জামশেদপুর শহরের নিট থানায় যোগাযোগ করা হয়। সেখান থেকে ফোন ট্র্যাক করলে দেখা যায় এই যুবকের অবস্থান খড়গপুর শহরে দেখাচ্ছে। তখনই যুবকের বাবা বিশ্বজিৎ মজুমদার কয়েকজন আত্মীয় স্বজনকে নিয়ে রবিবার রাতেই খড়গপুর শহরে পৌঁছে যান। তারপর বিভিন্ন এলাকায় খোঁজ খবর করতে শুরু করেন। কিন্তু কোথাও না পাওয়া যাওয়ায় তাঁরা খড়গপুর টাউন থানায় পৌঁছান। পুলিশ তৎপর হয়। এদিকে কোথাও ছেলেকে না পাওয়া যাওয়ায় বিশ্বজিৎবাবু খড়গপুর শহরের বিভিন্ন হোটেল ও লজে খোঁজ খবর করতে শুরু করেন। এই খোঁজ করার সময় খড়গপুর টাউন থানায় সোমবার সকালে খবর আসে এক যুবকের ঘরের দরজা বন্ধ রয়েছে। খুলছে না। তখনই পুলিশ সহ যুবকের বাবা খড়গপুর বাসস্ট্যান্ড লাগোয়া জনতা মার্কেট এলাকায় ওই হোটেলে পৌঁছান। ঘরের দরজা ভাঙ্গা হয়। সেখানে খাটের উপর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয়। এই ব্যাপারে বিশ্বজিৎ মজুমদার একমাত্র ছেলের এই অস্বাভাবিক মৃত্যুর কারন কিছু জানেন না বলে জানালেন। তিনি বললেন, “কিছুই বুঝতে পারছি না। বাড়িতে কোনও অভাব ছিল না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.