Advertisement
Advertisement

দেনা এড়াতে ডাকাতির গল্প, বারুইপুরে গ্রেপ্তার গয়নার দোকানের মালিক

খোঁজ চালিয়ে ১২ কিলোগ্রাম রুপোর গয়না উদ্ধার করেছে পুলিশ।

Jeweller held for faking dacoity in Baruipur
Published by: Monishankar Choudhury
  • Posted:August 30, 2018 5:53 pm
  • Updated:August 30, 2018 5:53 pm  

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ডাকাতির গল্প ফেঁদে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক ব্যবসায়ী-সহ তিন। অভিযোগ, বাজারের দেনা ও ব্যাংকের ঋণ এড়াতে এই পদক্ষেপ নেয় অভিযুক্ত। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ।    

Advertisement

[বড়বাজারে নকল গুঁড়ো দুধের কারখানার হদিশ, ইবির অভিযানে ধৃত ১]

গত ২৫ আগস্ট, ডাকাতির অভিযোগ দায়ের করে দেবনাথ সিলভার হাউসের মালিক। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার চাম্পাহাটি বাজারে রয়েছে দোকানটি। বারুইপুর থানায় অভিযোগ ও দায়ের করা হয়। অভিযোগ ছিল, কয়েকজন দুষ্কৃতী অস্ত্র দেখিয়ে দোকান থেকে রুপোর গয়না লুটপাট করেছে। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ জানতে পারে ডাকাতির গল্প সম্পূর্ণ মিথ্যে। দেনা এড়াতেই পুরো গল্প ফেলেছিল মালিক ও তার সহযোগীরা। বুধবার রাতে বারুইপুর স্পেশ্যাল অপারেশন গ্রুপ ও বারুইপুর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে দোকানের মালিক দেবকুমার দেবনাথকে গ্রেপ্তার করে। তার তিন সহযোগীকেও পাকড়াও করা হয়। ধৃতরা হলেন, সামরান গাজী, আব্দুর রহিম গাজী ও আব্দুর রশিদ মোল্লা। দোকানের মালিক দেবকুমার পুলিশের জেরায় স্বীকার করে যে তার ব্যাংক ও বাজারে প্রচুর দেনা রয়েছে। তাই সে এই গল্প ফাঁদে। ঘটনাটি ঘটানো তার একার পক্ষে সম্ভব নয় জেনে দোকানের এক কর্মচারী সামরান গাজী ও বাইরে থেকে দুই সঙ্গী কে নিয়ে এই ডাকাতির নাটক করেন।

বারুইপুর জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানান, দোকানের মালিক দেবকুমার দেবনাথ-সহ বাকি অভিযুক্তদের বৃহস্পতিবার বারুইপুর আদালতে তোলা হয়। ধৃতদের জেরা করে আরও অন্যান্য দোকান লুটপাটের ঘটনায় জড়িত কিনা তা তদন্ত করে দেখা হবে। শুধু তাই নয় দোকানের মালিক যে পরিমাণ রুপোর গয়না লুটের কথা বলেছে আদতে তা সত্যি নয়। পুলিশ খোঁজ চালিয়ে ১২ কিলোগ্রাম রুপোর গয়না উদ্ধার করেছে।

[বিবেকানন্দের মূর্তি বিকৃতির অভিযোগ, উত্তেজনা মহম্মদবাজারে]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement