Advertisement
Advertisement

Breaking News

John Barla

আলিপুরদুয়ারে আগুনে পুড়ল জন বার্লার পৈতৃক বাড়ি! অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা

আগুন দেখে স্থানীয়রাই প্রথমে আগুন নেভাতে গিয়েছিলেন।

John Barla's ancestral house burnt down in Alipurduar

আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:June 21, 2025 7:06 pm
  • Updated:June 21, 2025 7:08 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: আগুনে পুড়ে গেল তৃণমূল নেতা জন বার্লার পৈতৃক বাড়ি। আজ, শনিবার দুপুরে ওই বাড়িতে আগুন লাগে। সেসময় চা বাগানের এই নেতা ওই বাড়িতেই ছিলেন বলে খবর। আগুন দেখে তিনি বেরিয়ে এসেছিলেন। বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অনেক ক্ষতি হল, বলে জানিয়েছেন জন বার্লা।

জানা গিয়েছে, আলিপুরদুয়ারের ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগান এলাকায় ওই বাড়িটি অবস্থিত। পাশেই জন বার্লা নিজে বাড়ি তৈরি করেছেন। সেখানেই তিনি থাকেন। তবে বিভিন্ন কাজকর্ম তিনি পুরনো বাড়ি থেকেই করেন বলে জানা গিয়েছে। এদিনও ওই বাড়িতে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ জন বার্লা। দুপুর ২টো নাগাদ ওই বাড়ির একটি ঘরে আগুন লাগে। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আগুন দেখে বাইরে বেরিয়ে এসেছিলেন জন বার্লা। প্রথমে স্থানীয়রাই ওই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। বীরপাড়া থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু সময় পরে ওই আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়িটির একটি অংশ পুড়ে গিয়েছে। কিন্তু কী থেকে ওই আগুন লাগল? ওই বাড়ির পাশেই বিদ্যুতের একটি খুঁটি আছে। সেখানেই কোনওভাবে শটসার্কিট হয়। বিদ্যুতের তারে সেই আগুন ছড়িয়ে পড়েছিল। সেখান থেকেই ওই বাড়িতে আগুন লাগতে পারে। প্রাথমিকভাবে সেই কথাই মনে করা হচ্ছে। দিন কয়েক আগে ওই বিদ্যুতের খুঁটিতেই আগুন লেগেছিল বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল। জন বার্লা জানিয়েছেন, এই আগুনে অনেক ক্ষতি হয়ে গেল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানাচ্ছেন, এটি একটি দুর্ঘটনা। এর সঙ্গে নাশকতা, ষড়যন্ত্রের যোগ নেই বলেই জানানো হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement