সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামিকাল, বুধবার চলতি শিক্ষাবর্ষের জয়েন্ট এন্ট্রান্সে পরীক্ষার ফল ঘোষণা করা হবে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফার্মেসি বিভাগে ভরতির জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিলেন তাঁরা বুধবার ওয়েবসাইট থেকে ফলাফল জেনে নিতে পারবেন।
এ বছর রাজ্যের এক লক্ষ ২৫ হাজারের কিছু বেশি ছাত্রছাত্রী জয়েন্ট পরীক্ষায় বসেছিলেন। মঙ্গলবার জয়েন্ট এন্ট্রান্সে বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বুধবার বিকেল ৪ টে থেকে ওয়েবসাইটে ফলাফল জানা যাবে। তার আগে দুপুর দু’টোয় সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করা হবে। উল্লেখ্য, ব়্যাঙ্ক কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
এবার জেনে নেওয়া যাক কোন ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in ওয়েবসাইটে ক্লিক করলেই বিস্তারিত তথ্য মিলবে। চলতি বছর ২২ এপ্রিল জয়েন্ট এনট্রান্স পরীক্ষা হয়েছিল। এক মাসের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। পশ্চিমবঙ্গে ৩৩৪, আগরতলায় চারটি ও শিলচরে চারটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.