Advertisement
Advertisement

Breaking News

Jyotipriya Mallick

‘অন্যায় করলে তৃণমূল বলে রেয়াত নয়’, মমতা-অভিষেকের সুরেই কড়া বার্তা জ্যোতিপ্রিয়র

'কেউ অভিযোগ জানাতে এলে, তা নিতে হবে', পুলিশকে বার্তা জ্যোতিপ্রিয়র।

Jyotipriya Mallick warns local tmc leaders
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 7, 2025 11:11 pm
  • Updated:September 7, 2025 11:18 pm   

অর্ণব দাস, বারাসত: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, ব্যাক্তির উপরে দল। তৃণমূলের কেউ অন্যায় করলেও শাস্তি পেতে হবে। রবিবার একটি অনুষ্ঠান থেকে সেই কথাই বললেন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পুলিশকেও সজাগ থাকার নির্দেশ দিয়ে বললেন, “অভিযোগ জানাতে কেউ এলে তা নিতে হবে।”

Advertisement

রবিবার সন্ধ্যায় বারাসত পুরসভার ১০নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবব্রত পালের উদ্যোগে শিক্ষক ও কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “পুলিশকে সজাগ হয়ে কাজ করতে হবে। থানায় ডায়রি নিতে হবে। মাঝে মধ্যে অনেকে অভিযোগ করে, থানা ডায়েরি নেয় না। এরকম এরকম করা যাবে না। সে তৃণমূলের লোকও যদি অন্যায় করে, শাস্তি পাবে।” তিনি আরও বলেন, “পুলিশকে কাজ করতে দিতে হবে। কেউ প্রভাবিত করবেন না।”

জেলার সদর শহর অর্থাৎ বারাসতের আবর্জনার সমস্যা নিয়ে বাসিন্দাদের ক্ষোভের কথাও এদিন উঠে আসে তাঁর বক্তব্যে। আক্ষেপের সঙ্গে বিধায়ককে বলতে শোনা যায়, “বারাসতকে আরও সুন্দর শহর করতে হবে। আগে ডাকবাংলা মোড় থেকে যখন যেতাম, যত্রতত্র আবর্জনা পড়ে থাকতে দেখতাম। ভাবতাম এরা (পুরসভা) কি আবর্জনা ফেলার কোনও জায়গা করতে পারে না! সব পুরসভা মিলে করেছে। দক্ষিণ দমদম, উত্তর দমদম, দমদম পুরসভা মিলে জঞ্জাল ফেলার জায়গা করেছে। হাবড়া ও অশোকনগর মিলে আবর্জনা ফেলার একটি জায়গা করা হয়েছে। বারাসতে কেন হবে না? একটা জায়গা ব্যবস্থা হয়েছে। যত্ন সহকারে সেখানে আবর্জনা ফেলতে হবে। বারাসতকে পরিষ্কার রাখতেই হবে।”

শাসক নেতার এদিনের বক্তব্য নিয়ে পুলিশের তরফে কেউ মন্তব্য করতে চাননি। এক আধিকারিক শুধুমাত্র বলেছেন, “থানা অভিযোগ না নিয়ে সরাসরি জেলা পুলিশকে লিখিত বা মেল করে অভিযোগ জানানো যায়।” আবর্জনা প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেছেন, “পুরসভা সচেষ্ট। দ্রুততার সঙ্গে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টেরর কাজ চলছে। স্টেট আরবান ডেভলপমেন্ট এজেন্সি(সুডা)র তরফে সম্প্রতি ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন হয়েছে। খুব শীঘ্রই সমস্যা মিটবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ