দেব গোস্বামী, বোলপুর: পুলিশ কর্মীকে হুমকির ঘটনায় বেশ কয়েকদিন ধরে চর্চায় অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে দেখিয়ে বারবার পুলিশি তলব এড়াচ্ছেন তিনি। এসবের মাঝেই অনুব্রতকে দেখতে যাবেন বলে জানালেন তাঁর বিরোধী হিসেবেই পরিচিত তৃণমূল নেতা কাজল শেখ। যদিও হুমকি কাণ্ডে কেষ্ট-বিরোধী সুরই শোনা গেল তাঁর গলায়।
বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে ‘বীরভূমের বাঘে’র বিরুদ্ধে। দু’জনের কথোপকথনের সেই অডিও ভাইরাল হতেই শুরু হয় শোরগোল। সেই অডিওর ভিত্তিতে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ২টি জামিন অযোগ্য-সহ মোট চারটি ধারায় দোর্দণ্ডপ্রতাপ নেতার বিরুদ্ধে মামলা হয়। রবিবার সকাল ১১টায় প্রথম শান্তিনিকেতন থানায় অনুব্রতকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তাঁর বদলে মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে যান তাঁর আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য। পুলিশের কাছে একটি মেডিক্যাল সার্টিফিকেট জমা করে যান। সেই সার্টিফিকেট ঘিরে বাড়ছে জটিলতা! সেখানে লেখা, অনুব্রত অসুস্থ। তাঁকে বেডরেস্টের পরামর্শও দেওয়া হয়েছে। কিন্তু ঠিক কী সমস্যা, তা স্পষ্ট হয়নি।
এবার এই ইস্যুতেই মুখ খুললেন কাজল শেখ। বললেন, “বীরভূম পুলিশের বিরুদ্ধে আমি এতদিন কোনও অভিযোগ পাইনি। গোটা বিষয়টার তদন্ত হচ্ছে। তাই মুখ খুলব না। তবে বুঝতে হবে, দল সবার আগে। দল যা খুশি সিদ্ধান্ত নিতে পারেন।” অসুস্থ অনুব্রতকে দেখতে যাবেন? কাজল শেখকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ফোন করে জানবো কেমন আছেন। সময় সুযোগ বের করতে পারি সরাসরি দেখতে যাব।” আপাতত ব্যস্ত বলেই জানালেন কাজল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.