Advertisement
Advertisement
Kakoli Ghosh Dastidar

‘যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে…’, শারদ শুভেচ্ছায় কাকলির পোস্টে কীসের ইঙ্গিত?

পোস্ট নিয়ে সমালোচনা শুরু হতেই ব্যাখ্যা দিলেন বারাসতের তৃণমূল সাংসদ

Kakoli Ghosh Dastidar makes cryptic post on Durga Puja 2025
Published by: Sucheta Sengupta
  • Posted:September 28, 2025 12:51 pm
  • Updated:September 28, 2025 12:54 pm   

অর্ণব দাস, বারাসত: বছরের বাকি দিনগুলিতে রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেও পুজোর কয়েকটা দিন বাড়ির পুজোয় তিনিই কর্ত্রী। শারদোৎসবে কোনও রাজনীতির কচকচি নয়, দুর্গা আরাধনার পাশাপাশি পরিবার নিয়ে আনন্দে মেতে থাকেন। বলা হচ্ছে বারাসতের চারবারের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের কথা। শনিবার, পঞ্চমীর দিনে বাড়ির প্রতিমার সঙ্গে নিজের ছবি ফেসবুকে পোস্ট করে সকলকে শারদ শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ। আর ওই পোস্টেই তাঁর বক্তব্যে ভিন্ন ইঙ্গিত। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে নিজের রাজনৈতিক কেরিয়ারের কথা উল্লেখ করেছেন কাকলি ঘোষ দস্তিদার। তা নিয়ে জেলা রাজনীতিতে তরজা তুঙ্গে এই মুহূর্তে। শারদীয়া পোস্টে এমন রাজনৈতিক বার্তা কেন? প্রশ্ন উঠছেই।

Advertisement

সাংসদ হওয়ার পর থেকে প্রায় সারাবছরই রাজনৈতিক কাজে ব্যস্ত থাকেন ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। তার উপর আবার তিনি বারাসত সাংগঠনিক জেলা তৃণমূলের সভানেত্রী। ফলে দলের কর্মীদের নিয়ে সাংগঠনিক কাজের গুরু দায়িত্বও সামলাতে হয় তাঁকে। সাংসদের বাড়ির দুর্গাপুজো ৩৩৩ বছরের প্রাচীন। এই পুজোর নিয়ম, রীতি পালনের পাশাপাশি অতিথি আপ্যায়ণেও ব্যস্ত থাকেন তিনি। মধ্যমগ্রামের দিগবেড়িয়ায় সাংসদের বাড়িতে দুর্গাপুজো হচ্ছে গত ৪২ বছর ধরে। এবছরের পুজোতেও দলীয় কর্মী থেকে নেতা মন্ত্রী – সকলকে আমন্ত্রণ করেছেন তিনি।

এরইমধ্যে এদিন ফেসবুকে বাড়ির প্রতিমার সঙ্গে নিজের ছবি পোস্ট করে কাকলিদেবী লেখেন, “সবাইকে শারদ শুভেচ্ছা জানাই। অসুর নিধনকারী মা আমার আরাধ্য দেবী আমার সঙ্গে। যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে তাদের ধ্বংস করে দেবেন। আমি জ্ঞানত কোনও অন্যায় করিনি আর মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সাথে যতদিন আছেন আমায় কেউ হারাতে পারবে না।”

তাঁর এই পোস্ট ঝড়ের গতিতে শেয়ার হতে শুরু করলে আলোচনাও শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সম্প্রতি বারাসত সাংগঠনিক জেলার ব্লক ও টাউনের সভাপতি ঘোষণা হওয়ার পর নতুন নেতৃত্বদের আচরণ প্রসঙ্গেই তিনি এমনটা লিখেছেন। যদিও এনিয়ে ডাঃ কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, “এটা মা দুর্গার কাছে আমার প্রার্থনা। যে দলটা মমতা বন্দ্যোপাধ্যায় হাতে করে মহীরুহ করেছেন, সেই দলের বিরুদ্ধে কিছু বলার আমার ঔদ্ধত্য নেই। দলের পতাকা নিয়েই আমি মরব। বিরোধী দলের যারা আমাকে হারাতে, ক্ষতি করতে চেষ্টা করেছে, তাদের জন্যই এমনটা বলা।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ