সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়রে সপ্তম দফার নির্বাচন। শেষ মুহূর্তের প্রচার চলছে। বঙ্গে জোরকদমে প্রচার করছেন মোদি-মমতা। এরই মাঝে বারাসতের বিজেপি প্রার্থীকে ঝাঁটাপেটা করার নিদান দিলেন তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার। পালটা দিয়েছেন স্বপন মজুমদারও।
আগামী শনিবার সপ্তম দফার ভোট (Lok Sabha Elections 2024)। বাংলার মোট ৯ টি আসনে নির্বাচন। তার আগে মঙ্গলবার বিধাননগরে ভোটপ্রচারে গিয়েছিলেন বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। সেখান থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে তুলোধোনা করেন তিনি। এর পরই নাম না করে বিজেপি প্রার্থীকে নিশানা করেন। বলেন, “এখানকার মহিলাদের বলছি, মুড়ো ঝাঁটা নিয়ে তৈরি থাকবেন।” এখানেই শেষ নয়। মোদিকেও আক্রমণ করেন তিনি।
কাকলি ঘোষ দস্তিদারকে পালটা দিয়েছে বিজেপি। বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বলেন, “যাঁরা চুরি করেছে তাঁরাই ঝাঁটার বাড়ি খাবে।” কাকলিদেবীকে তোপ দেগেছেন বিদায়ী বিজেপি সাংসদ দিলীপ ঘোষও। বললেন, “ওঁকে তো প্রচারে দেখা যাচ্ছে না, নিজের পরিণতি বুঝেই এ ধরনের কথা বলছেন।” দিলীপ আরও বলেন, ৪ জুনই বোঝা যাবে, বারাসতের মানুষ কাকে চায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.