নব্যেন্দু হাজরা: উৎসব মানেই ঘরে ফেরার পালা। বাংলার বাইরের একাধিক রাজ্যে দুর্গাপুজো বিশেষ ধুমধাম করে পালিত হয় না। সেখানে বরং দীপাবলি অনেক বেশি সমারোহে উদযাপন করা হয়। আর তাই ওই সময়ে মেলে দিনকয়েকের ছুটি। দুর্গাপুজোর মতো তাই দীপাবলি, ছটপুজোতেও বাড়ি ফেরার ধুম পড়ে। আর এই পরিযায়ীদের সুবিধার কথা মাথায় রেখে এবছর পূর্ব রেলের তরফে বাড়তি ট্রেন চালানো হবে। শনিবার এই মর্মে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। চলতি মাসের ৫ তারিখ থেকেই বাড়তি ট্রেন চলছে। তবে ২০ থেকে ৩০ অক্টোবর অর্থাৎ কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা ও ছটপুজোয় চলবে আরও বেশি ট্রেন। একনজরে দেখে নিন কোন কোন স্টেশন থেকে কবে, কটি বিশেষ ট্রেন মিলবে।
আগামী ২০ তারিখ কালীপুজো, পরেরদিন দীপাবলি। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলবে ১৪৪ টি ট্রেন। ২৮ অক্টোবর ছটপুজো। সেই উপলক্ষে ২৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত ৫০৭টি ট্রেন। এই ট্রেনগুলি হাওড়া, শিয়ালদহ ছাড়া কলকাতা স্টেশন, আসানসোল, মালদহ টাউন থেকে ছাড়বে। বেশিরভাগ ট্রেনের গন্তব্য রক্সৌল, পাটনা, গোরক্ষপুর, নিউ জলপাইগুড়ি, দিঘা, মধুবনি, লামডিং, আনন্দ বিহার টার্মিনাল, লখনউ, ভাদোদরা। বিশেষ ট্রেনগুলিতে যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়ে বাড়তি নজর দেওয়া হয়েছে। আসন, বার্থ সবই আরও বেশি আরামদায়ক হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে পূর্ব রেল।
শুধুমাত্র উৎসবের মরশুমে এই পরিষেবা দেওয়াই নয়, পূর্ব রেল যাত্রী নিরাপত্তাতেও জোর দিচ্ছে। সুরক্ষার জন্য প্রতিটি স্টেশনে বিশেষ নজরদারি, প্ল্যাটফর্মের ভিড় সামলাতে রেল পুলিশ মোতায়েন করা-সহ একগুচ্ছ পদক্ষেপ করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলায় থাকবে একটি বিশেষ প্রশিক্ষিত দলও। পাশাপাশি যাত্রীদের উদ্দেশেও রেলের আবেদন, আলোর উৎসবে কেউ যেন আতসবাজি নিয়ে ট্রেন সফর না করেন। স্টেশনে ওঠানামার ক্ষেত্রে একমাত্র ফুট ওভারব্রিজ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.