সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশিত ফলাফল কালীগঞ্জের উপনির্বাচনে (Kaliganj By Election Result)। বাবাকেও ছাপিয়ে গেলেন মেয়ে! সোমবার উপনির্বাচনের ফলাফলে ৪৭ হাজারের বেশি ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে পরাজিত করে সবুজ ঝড় বইয়ে দিলেন কালীগঞ্জের প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা। এই ফলাফলে উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি এই জয় প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে উৎসর্গ করেছেন মা-মাটি-মানুষকে।
কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে গত ১৯ জুন উপনির্বাচন হয়। সোমবার উপনির্বাচনের ফলপ্রকাশ (Kaliganj By Election Result)। গণনার শুরু থেকেই ব্যবধান বাড়াতে বাড়াতে এগিয়ে চলেছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। অষ্টাদশ রাউন্ডের পরই দেখা যায়, ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রয়াত বিধায়কের ব্যবধান ছাপিয়ে গিয়েছেন তিনি। আর এই ফলাফল জেনেই জয়ের উৎসব শুরু করে দেন এলাকার তৃণমূল কর্মী, সমর্থকরা। সবুজ আবির উড়িয়ে অকাল দোল শুরু হয়।
এরপরই এক্স হ্যান্ডলে জয় নিয়ে পোস্ট করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, ‘কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ।
আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।’
কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।
এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ।
আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য…
— Mamata Banerjee (@MamataOfficial)
কালীগঞ্জের এই ফলাফল ২০২৬-এ বিধানসভা নির্বাচনের আগে কার্যত অ্যাসিড টেস্ট ছিল শাসক, বিরোধী সব শিবিরের কাছেই।সেই লড়াইয়ে তরুণ মুখ বছর আটত্রিশের আলিফাকে এগিয়ে দিয়েছিল শাসক শিবির। প্রয়াত বিধায়ক বাবার যোগ্য মেয়ে হিসেবে সেই ভরসা রেখেছেন। কমিশন সূত্রে খবর, গণনা শেষে ৫০ হাজারের বেশি ভোটে জিতেছেন আলিফা আহমেদ।যা ২০২১-এর ব্যবধানের চেয়ে বেশি।ছাব্বিশের আগে এই জয় ঘাসফুল শিবিরে ভরপুর অক্সিজেন জোগাল, তা বলাই বাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.