ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: কালীগঞ্জ উপনির্বাচনে (Kaliganj By Election) শাসক শিবিরের জয় প্রত্যাশিতই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণনার ইঙ্গিতও সেদিকে। সোমবার একেকটি রাউন্ড গণনা শেষ হচ্ছে, আর তৃণমূল প্রার্থীর এগিয়ে থাকার ব্যবধানের নতুন নতুন অঙ্ক নথিভুক্ত হচ্ছে। আর সেই ধারাবাহিকতায় নজর রাখলেই স্পষ্ট, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে যে ভোট পেয়েছিল শাসকদল, উপনির্বাচনে সেই হার বাড়ল লাফিয়ে! নিজের সোশাল মিডিয়ায় দুই নির্বাচনের তুলনামূলক ফলাফল প্রকাশ করে এর ব্যাখ্যা দিলেন তৃণমূলের আইটি সেলের প্রধান তথা তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য।
এক্স হ্যান্ডল পোস্টে দেবাংশুর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ৪৩.৮ শতাংশ। আর সোমবার উপনির্বাচনের ফলপ্রকাশ (Kaliganj Bypoll Result) হওয়ার সময় কয়েক রাউন্ড গণনা শেষে দেখা গেল, সেই ভোটের হার ৬০ শতাংশে উঠে গিয়েছে। তুলনায় বিজেপির ভোটপ্রাপ্তির হার কমেছে অনেকটাই। বাম-কংগ্রেসের ক্ষেত্রে এই পরিসংখ্যানে তেমন একটা হেরফের হয়নি। দেবাংশুর ব্যাখ্যা, বিজেপির হিন্দু ভোটের অনেকটা তৃণমূলের ঝুলিতে এসেছে।
সোশাল মিডিয়ায় অবশ্য বিজেপির ভোট কমে তৃণমূলের ঝুলিতে আসার নেপথ্যে দেবাংশু স্পষ্ট করে বিরোধী দলনেতাকে দায়ী করেছেন। কটাক্ষ করেছেন তাঁর ‘উগ্র হিন্দুত্ববাদ’কে। দেবাংশুর বক্তব্য, ‘স্পষ্ট করে যদি তাকিয়ে দেখেন, বাম কংগ্রেস তাদের ভোট শতাংশ মোটামুটি ধরে রাখলেও, বিজেপির হিন্দু ভোটের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসে শিফট করেছে! শুভেন্দু অধিকারীর উগ্র ও বিকৃত হিন্দুত্ববাদ এই বাংলার শান্তিপ্রিয় সনাতনী হিন্দুরা সগর্বে প্রত্যাখ্যান করলেন। জয় জগন্নাথ!’
উপনির্বাচনের ফলাফল নিয়ে যে তথ্য সামনে আসছে, তা থেকে তৃণমূলের বড় ব্যবধানে জয়ের ইঙ্গিত একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। নবম রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ ২৪ হাজারের বেশি ভোটে এগিয়ে। দ্বিতীয় আর তৃতীয় স্থানের জন্য কড়া টক্কর চলছে বিজেপির আশিস ঘোষ ও বাম সমর্থিত তৃণমূল প্রার্থী কাবিলউদ্দিন শেখের মধ্যে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.