Advertisement
Advertisement

অনুষ্ঠানের মঞ্চ থেকে নেমে গেলেন ক্ষুব্ধ সাংসদ কল্যাণ

ব্যাপারটা কী?

Kalyan Banerjee left stage in Bhadreswar
Published by: Bishakha Pal
  • Posted:December 9, 2018 8:44 pm
  • Updated:December 9, 2018 8:44 pm   

দিব্যেন্দু মজুমদার, হুগলি: তথ্য গোপন ও সম্পূর্ণ ভুল তথ্য পরিবেশন করার অভিযোগ তুলে ভদ্রেশ্বরে এক স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠান মঞ্চ ত্যাগ করলেন ক্ষুব্ধ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ন্যাশানাল ক্রাইম ইনভেস্টিগেশান ব্যুরো নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার অফিস উদ্বোধনে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। কথামতো উদ্বোধক কল্যাণবাবু ফিতে কেটে অফিসের উদ্বোধনও করেন। কিন্তু মঞ্চে ওঠার পর সাংসদ জানতে পারেন এটি কোনও কেন্দ্রীয় সরকারের সংস্থা নয়, সম্পূর্ণ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন সাংসদ। মঞ্চের উপর রীতিমতো তর্কবিতর্ক বেধে যায় কর্মকর্তাদের সঙ্গে। এরপরই ক্ষুব্ধ কল্যাণবাবু মঞ্চ ত্যাগ করে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান।

Advertisement

ডেঙ্গুর ভয়ে পঞ্চায়েত অফিস থেকে মশা মারার যন্ত্র নিয়ে পালাল চোর! ]

কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, তাঁর সঙ্গে মিথ্যাচার করা হয়েছে। তাঁকে জানানো হয়েছিল, কেন্দ্রীয় সরকারের সংস্থার অফিস উদ্বোধন করতে হবে। পাশাপাশি তাঁর অভিযোগ ওই সংস্থার নাম ন্যাশানাল ক্রাইম ব্যুরো ইনভেস্টিগেশান রাখা যায় কিনা তা তিনি জানেন না। তাছাড়া ওই সংস্থা যে লোগো ব্যবহার করেছে তা-ও সন্দেহের উদ্রেক করে। উলটোদিকে ওই সংস্থার দাবি তারা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আগে থেকেই জানিয়েছিলেন এটা একটা স্বেচ্ছাসেবী সংস্থা। তবে ওই সংস্থার নাম ও লোগো নিয়ে পুলিশের মনেও সন্দেহ দানা বেঁধেছে। ভদ্রেশ্বর থানার পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।

রথযাত্রা নিয়ে বেকায়দায় বঙ্গ বিজেপি, সোমবার রাজ্যে আসছেন মোহন ভাগবত ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ