Advertisement
Advertisement
Jayanta Singh

আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্তর পরিজনদের তলব, নোটিস কামারহাটি পুরসভার

ওই বেআইনি বাড়ির গেটে নোটিস ঝোলাল কামারহাটি পুরসভা।

Kamarhati municipality again gives a notice to Jayanta Singh's family
Published by: Sayani Sen
  • Posted:July 11, 2025 2:15 pm
  • Updated:July 11, 2025 2:15 pm   

অর্ণব দাস: আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙা নিয়ে ফের জটিলতা। আবারও ওই বেআইনি বাড়ির গেটে নোটিস ঝোলাল কামারহাটি পুরসভা। পুরচেয়ারম্যান গোপাল সাহা জানান, ওই বাড়িতে যাঁরা বসবাস করছেন তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য হাই কোর্ট নির্দেশ দিয়েছে। সেই নির্দেশকে মান্যতা দিয়ে জয়ন্ত সিংয়ের পরিবারকে চিঠি দিয়ে পুরসভাতে ডেকে পাঠানো হয়েছে।

Advertisement

Notice

উল্লেখ্য, কামারহাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের আড়িয়াদহের মৌসুমী মোড় সংলগ্ন প্রতাপ রুদ্র লেনে জয়ন্তর দু’টি বাড়ি। একটি পৈতৃক, সেটিতে খাটাল রয়েছে। আরেকটি পৈতৃক বাড়ির কাছেই জলাশয়ের একাংশ বুঝিয়ে পরিত্যক্ত জমিতে দুধ সাদা প্রাসাদ তৈরি করেছিল জয়ন্ত। অভিযোগ, বছর তিনেক আগে নাকি এই জমিটি নিজের কব্জায় করে রাতারাতি সেখানে নির্মাণ কাজ শুরু করে জয়ন্ত সিং। বছর খানেকের মধ্যেই সেই জমিতে তৈরি হয় চোখ ধাঁধানো তিনতলা বাড়ি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, তিনতলা বাড়িটি অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়।

Jayanta-Singh

বিষয়টি প্রকাশ্যে আসতেই এই অবৈধ বাড়ি নিয়ে হাই কোর্টে মামলা করেন এক ব্যক্তি। সেই মামলার পরিপ্রেক্ষিতে হাই কোর্টের বিচারক গৌরাঙ্গ কান্তর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৪ সপ্তাহের মধ্যে এই বাড়ি ভেঙে ফেলতে হবে। হাই কোর্টের নির্দেশ আসে কামারহাটি পুরসভায়। তারপরেও ভাঙা হচ্ছিল না বাড়ি। জানানো হয়েছিল, পুরসভার কাছে উপযুক্ত পরিকাঠামো নেই। দীর্ঘ টালবাহানার পর অবশেষে কামারহাটি পুরসভার পুরবোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে জয়ন্ত সিংয়ের প্রাসাদোপম বাড়ি দ্রুত ভেঙে ফেলতে হবে। সেই বাড়ি ভাঙার টেন্ডার অর্ডার বোর্ড মিটিংয়ে পাশ হয়েছে। তবে এখনও জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙা হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ