Advertisement
Advertisement
Kangchenjunga

‘শৈলসুন্দরী’! শিলিগুড়ি থেকে দেখা মিলল শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার

অপরূপ এই দৃশ্য মোবাইলে বন্দি করে রাখলেন অনেকেই।

Kangchenjunga spotted in Jalpaiguri
Published by: Subhankar Patra
  • Posted:October 15, 2025 1:05 pm
  • Updated:October 15, 2025 2:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার নীল পরিষ্কার আকাশে শিলিগুড়ি থেকে দেখা মিলল ‘স্লিপিং বুদ্ধের’। কাঞ্চনজঙ্ঘার শ্বেতশুভ্র রূপে মোহিত পর্যটকরা। দেশ তথা রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা। পরিষ্কার আকাশ, হালকা হাওয়ায় মনোরম পরিবেশ রাজ্যজুড়ে। সৌদর্যের ঢালি সাজিয়ে শীতকে বরণ করতে তৈরি হচ্ছে পাহাড়। উচ্ছ্বসিত পর্যটকরাও।

Advertisement

এ যেন প্রকৃতির ‘সারপ্রাইজ গিফট’! আচমকাই নিজের সৌন্দর্য প্রকাশ করেছে। শিলিগুড়ি থেকে বুধবার স্পষ্ট দেখা গেল কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। কালীপুজোর মাসে শিলিগুড়ির বাসিন্দারের চোখের সামনে ভেসে উঠল বরফমোড়া পাহাড়চূড়া, যা ‘স্লিপিং বুদ্ধ’ বলে বহুল প্রচলিত ও জনপ্রিয়। এমন রূপদর্শন করে আপ্লুত বাসিন্দারা ও পর্যটকরা। কেউ কেউ ক্যামেরায় ধরে রাখলেন কাঞ্চনজঙ্ঘা দর্শনের স্মৃতি। আর তা হু হু করে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।

উত্তরবঙ্গের দুর্যোগ পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। অনেক পর্যটক ভিড় জমিয়েছেন পাহাড়ে। বুধবার পরিষ্কার আকাশে জলপাইগুড়ি থেকেই দেখা মিলল বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গের। কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর রূপ দেখে অপরূপ এই দৃশ্য মোবাইলে বন্দি করে রাখলেন অনেকেই। এক পর্যটক জানালেন, “অনেকবারই পাহাড়ে এসেছি। তবে আজকে কাঞ্চনজঙ্ঘার যে রূপ দেখলাম তা অসাধারণ। কথায় প্রকাশ করতে পারব না।”

আশ্বিন কিংবা কার্তিক মাসে জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর রূপ দেখা যায়। তবে এবার অনেক আগেই সেপ্টেম্বরের শুরুতেই দেখা মিলেছিল কাঞ্চনজঙ্ঘার। এবার অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আবার দেখা মিলল। কালীপুজোর আগে প্রকৃতির উপহার পেয়ে খুশি পর্যটকরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ