দেব গোস্বামী, বোলপুর: কয়েকদিন টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। জলের তলায় রাজ্যের নানা প্রান্ত। বীরভূমের পরিস্থিতিও প্রায় একইরকম। ফুঁসছে একাধিক নদী। বিপদসীমার উপর দিয়ে বইছে কোপাই। জলে ডুবল কঙ্কালীতলা। শুক্রবার সকাল পর্যন্ত মন্দির চত্বর জল থইথই অবস্থা। তবে এখনও মন্দিরের গর্ভগৃহে জল পৌঁছয়নি। পুজো দিতে গিয়ে সমস্যায় পড়েন পুণ্যার্থীরা।
প্রতি বছর বর্ষায় কোপাইয়ের জলস্তর বাড়লে জলমগ্ন হয়ে যায় কঙ্কালীতলা। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে। মন্দির চত্বরে শান্তিনিকেতন থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। একাধিক জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যদি এরপর জল বাড়ে তাহলে মন্দির বন্ধ করে দেওয়া হবে। অন্যত্র পুজোর ব্যবস্থা করা হবে বলেই মন্দির কমিটি জানিয়েছে।
এই মন্দিরে ভিড় জমান বহু পুণ্যার্থী। শুক্রবার পুজো দিতে বেশ সমস্যায় পড়েছেন পুণ্যার্থীরা। জল বাড়লে সমস্যা আরও বাড়বে বলেই দাবি তাঁদের।
কথিত আছে, সতীপীঠ কঙ্কালীতলায় পড়েছিল মা সতীর কাঁকাল। যে স্থানে এটি পড়ে সেখানে মাটি ধসে গিয়ে গর্ত হয়ে যায়। মন্দিরের পাশেই বয়ে যাওয়া কোপাই নদীর জল সেই গর্তে এসে কুণ্ডের সৃষ্টি হয়। এই কুণ্ডের সঙ্গে কাশীর মণিকর্ণিকা ঘাটের সরাসরি সংযোগ রয়েছে বলেও শোনা যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.