Advertisement
Advertisement
Extra Marrital Affair

মনুয়াকাণ্ডের পুনরাবৃত্তি কেশপুরে! প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে ‘খুন’, গ্রেপ্তার স্ত্রী

কেশপুরে স্ত্রীর এহেন কীর্তিতে স্তম্ভিত পরিবার, আত্মীয়রা।

Keshpur killing: Wife and lover arrested allegedly killing husband over extra marrital affair

প্রতীকী ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:July 6, 2025 8:34 pm
  • Updated:July 6, 2025 8:34 pm  

সম্যক খান, মেদিনীপুর: প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কেশপুর ব্লকের আনন্দপুর থানার টাঙাগেড়‌্যাতে। রবিবার সকালে ওই গ্রামের কৃষিজমি থেকে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতে পেশ করে চারদিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় চাঞ্চল‌্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম লালু বাগ, বয়স ৩৮ বছর। তাঁর বাড়ি কেশপুরের নতুনবাজার এলাকায়। গত রবিবার লালু ও তাঁর স্ত্রী রিঙ্কু বাগ কেশপুর গিয়েছিলেন রথের মেলায়। রাতে রিঙ্কু একা বাড়ি ফিরে এলেও লালু ফিরে আসেননি। পরিবারের লোকজনদের সন্দেহ হওয়ায় তাঁরা প্রশ্ন করেন। রিঙ্কু জানান, তাঁর স্বামীর ফিরতে আরও রাত হবে, বন্ধুবান্ধবদের সঙ্গে রয়েছে। পরিবারের লোকজনদের অভিযোগ, অসংলগ্ন কথাবার্তা বলছিলেন রিঙ্কু। কিন্তু রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে টাঙাগেড়‌্যার কৃষিজমিতে লালুর মৃতদেহ উদ্ধার হওয়ায় তাঁদের সেই সন্দেহ দৃঢ় হয়। লালুর ভাই উদয় বাগ দেহটি শনাক্ত করেন। মৃতের গলায় এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে আনন্দপুর থানায় খুনের অভিযোগও দায়ের করেন তিনি।

আরও জানা গিয়েছে, লালুর স্ত্রী রিঙ্কুর সঙ্গে সম্প্রতি ওই গ্রামেরই আশিস চিংড়ির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রিঙ্কুর থেকে বয়সে প্রায় পাঁচ বছরের ছোট আশিস। প্রথমে প্রেমের সম্পর্ক থাকলেও পরবর্তীকালে সেই সম্পর্ক আরও গভীর হয়। প্রায় দু’বছর ধরে তাঁদের বিবাহ বহির্ভূত প্রণয় চলছিল। বিষয়টি জানতে পেরে যান লালু। বাধাও দেন। এনিয়ে বাড়িতে একাধিকবার অশান্তিও হয়েছে। জানা গিয়েছে যে স্বামীর কাছে নিজের ভুল স্বীকারও করেছিল রিঙ্কু। ক্রমশঃ সাংসারিক সম্পর্ক স্বাভাবিকও হয়ে উঠছিল। কিন্তু ভিতরে ভিতরে অন‌্য পরিকল্পনা করেছিলেন স্ত্রী। সে তার প্রেমিকের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে নিজের স্বামীকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষেছিল।

প্রেমিক আশিসের সঙ্গে ষড়যন্ত্র করে রিঙ্কু তার স্বামীকে একপ্রকার জোর করেই উলটোরথের মেলায় নিয়ে যায়। ফিরে আসার সময়ই ঘটনাটি ঘটায়। রাতের অন্ধকারে রাস্তা থেকে কিছুটা দূরে কৃষিজমির মধ‌্যে নিয়ে গিয়ে তাকে হত‌্যা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গলায় গামছার ফাঁস দিয়ে হত‌্যা করা হয়েছে। প্রতিরোধ করতে গেলে তাঁকে শারীরিকভাবে আঘাতও করা হয়। অভিযোগ পাওয়ার কিছুক্ষণের মধ‌্যেই পুলিশ রিঙ্কু ও তাঁর প্রেমিক আশিসকে গ্রেপ্তার করে।

ধৃতদের এদিন মেদিনীপুর আদালতে হাজির করা হয়। সরকারি আইনজীবী পৌলমী কলাবেরা বলছেন, ”বিবাহ বহির্ভূত প্রণয়ের জেরে নৃশংস হত‌্যাকাণ্ডের অভিযোগ আছে রিঙ্কু বাগ ও আশিস চিংড়ির বিরুদ্ধে।” এদিন তাদের আদালতে হাজির করে পাঁচদিন পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল। আদালত চারদিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশের হেফাজতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ‌্য পাওয়া যাবে বলে মনে করছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement