নব্যেন্দু হাজরা: নভেম্বরের শুরুতেই শীত প্রবেশ করেছে বঙ্গে। খাস কলকাতাতেও শীতের আমেজ। অনুভূত হচ্ছে শিরশিরানী। হাওয়া অফিস সূত্রে খবর, দু’দিনে ২ ডিগ্রি কমছে তাপমাত্রা। কালীপুজোর রাতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা নামল ১৮ ডিগ্রির নিচে। ফলে রীতিমতো শীতের পোশাক পরতে হচ্ছে। উত্তরবঙ্গের তাপমাত্রা ঘোরাফেরা করছে ৮ ডিগ্রির আশেপাশে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পুরুলিয়া ও শ্রীনিকেতনে তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি। আপাতত ওই এলাকার তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৭ ডিগ্রির আশেপাশেই। সকালের দিকে কুয়াশায় ঢাকবে এলাকা। রাতে অনুভূত হবে শীতের আমেজ। পশ্চিমের জেলা গুলিতে বেশ খানিকটা নামবে তাপমাত্রার পারদ। সপ্তাহান্তে রাতে আরও কমবে তাপমাত্রা। তবে কলকাতাবাসীরা মনোরম পরিবেশেই কাটাবেন ভাঁইফোটা। শুক্রবারের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পেরর সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে অনেকটা নেমেছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল ৮.৬ ডিগ্রি। তবে এখন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। চলতি সপ্তাহেই আরও নামবে দার্জিলিংয়ের তাপমাত্রা। শীতের আমেজ কিছুটা বাড়বে সঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট ও বাড়বে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আরবসাগর এলাকায় অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে। শক্তিশালী নিম্নচাপ রূপে অবস্থান করতে পারে। নিম্নচাপ ও উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হতে পারে তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। আগামী কয়েকদিন প্রবল বৃষ্টি হবে দক্ষিণ ভারতের তামিলনাডু, পুদুচেরি, করাইকাল এবং কেরলে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.