সুবীর দাস, কল্যাণী: বিশ্বকর্মা পুজোর আগের রাতে মর্মান্তিক দুর্ঘটনা। রাইস মিলে মেশিনের উপর কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যু শ্রমিকের। মৃত ওই ব্যক্তির নাম উত্তম সরকার। আজ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত মোবারকপুরে একটি রাইস মিলে। রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। তার আগে এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।
তাঁদের দাবি, সংসার চালানোর মতো উপার্জন করতেন একমাত্র উত্তম। তাঁর উপরেই গোটা সংসার নির্ভরশীল ছিল। ফলে পরিবারের একমাত্র রোজগেরে ছেলের মৃত্যুতে কার্যত পথে বসার জোগাড়! কীভাবে চলবে? কোথায় যাবেন? ছেলের মৃত্যুতে চারদিক এখন শূন্য দেখছে পরিবার। যদিও বর্তমান পরিস্থিতিতে একমাত্র ওই রাইস মিলের মালিকের দিকেই তাকিয়ে আছে গোটা পরিবার।
বিশ্বকর্মা পুজোর আগে কলকারখানা, দোকান, অফিস-সহ বিভিন্ন জায়গায় চলছে প্রস্তুতি। পুজোর আগের দিন চলে পরিষ্কার করার কাজ। সেই মতো এদিন হরিণঘাটা থানার অন্তর্গত মোবারকপুরে একটি রাইস মিলে চলছিল পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। আর সেই কাজ করতেই রাইস মিলের মেশিনের ওপরে উঠে কাজ করছিলেন উত্তম। হঠাৎ করেই তিনি নিচে পড়ে যান বলে দাবি স্থানীয়দের। ঘটনায় গুরুতর জখম হন তিনি। কারখানার অন্যান্য শ্রমিকরাই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। যদিও কর্তব্যরত চিকিৎসকেরা উত্তমকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মৃত উত্তম সরকারের স্ত্রী, বাবা, মা। হাসপাতালেই কান্নায় ভেঙে পড়েন তাঁরা। জানা গিয়েছে, মৃত ওই শ্রমিক বয়স ২৯ এর কাছাকাছি হবে। হরিণঘাটা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে। পরিবারের দাবি, ছেলের মৃত্যুতে অসহায় হয়ে পড়লেন তাঁরা। গোটা পরিবার এখন রাইস মিলের মালিকের দিকে তাকিয়ে। স্থানীয়দের আবেদন, মালিকপক্ষের উচিৎ উত্তমের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাঁদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.