Advertisement
Advertisement
Landslide in Darjeeling

পুজোর মুখে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, জায়গায়-জায়গায় ধস, মৃত ১

সবমিলিয়ে পুজোর মুখে ব্যাপক ক্ষতির মুখে 'পাহাড় সুন্দরী'।

Landslide in Darjeeling due to heavy rain, 1 died
Published by: Paramita Paul
  • Posted:October 3, 2024 4:17 pm
  • Updated:October 3, 2024 4:17 pm   

ধনরাজ তামাং, দার্জিলিং: পুজোর মুখে ২৪ ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং। জেলাজুড়ে ব্যাপক ধস নেমেছে। প্রাণ গিয়েছে এক বৃদ্ধের। সবমিলিয়ে পুজোর মুখে ব্যাপক ক্ষতির মুখে ‘পাহাড় সুন্দরী’।

Advertisement

স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রঘুবীর রাই (৭৮)। সুখিয়া ব্লকের বাসিন্দা। জানা গিয়েছে, এদিন সকালে প্রবল বৃষ্টিতে সুখিয়া ব্লকের প্লুঙ্গডুং গ্রাম পঞ্চায়েতের বুজুয়া গ্রামে ধস নামে। তখন নিজের ঘরে ছিলেন রঘুবীর। ধসে মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে বিডিও, ওসি ঘটনাস্থলে যান। মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য তাঁদের হাতে তুলে দিয়েছে প্রশাসন।

বুধবার দিনভর ভারী বৃষ্টি হয়েছে পাহাড়ে। ভারী বৃষ্টিতে দার্জিলিং পাহাড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক রাস্তায় বন্ধ গাড়ি চলাচল। বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। রক গার্ডেন যাওয়ার রাস্তাও বন্ধ। রিম্বিক হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তাও বন্ধ রয়েছে। সিংতাম চিকমানে বেশি ক্ষতি হয়েছে। সবমিলিয়ে পুজোর আগে বিপর্যস্ত। স্বাভাবিকভাবেই পুজোর মরশুমে পাহাড়ে পর্যটকের ঢল নামার কথা। কিন্তু বৃষ্টি আর ধসের জেরে আদৌ তারা দার্জিলিংয়ে আসবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ