Advertisement
Advertisement
Asansol

আসানসোলে ১৯ নম্বর জাতীয় সড়কে ধস, এলাকায় চাঞ্চল্য, তীব্র যানজট

পুলিশ ও ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কর্তারা জায়গাটি ঘিরে রেখেছেন।

Landslide on National Highway 19 in Asansol
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 20, 2025 10:44 am
  • Updated:July 20, 2025 10:45 am  

শেখর চন্দ্র, আসানসোল: ১৯ নম্বর জাতীয় সড়কে ধস! বরিবার সকালে আসানসালের কাছে মরিচকোটায় ১৯ নম্বর জাতীয় সড়কের মাঝে একটি বড় গর্ত দেখা যায়। যার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ ও ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কর্তারা এসে জায়গাটি ঘিরে ফেলেন।

Advertisement

এদিকে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সাময়িকভাবে যান চলাচল থমকে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠিক কী কারণে জাতীয় সড়কের মধ্যে এমন ধস নামল তা নিয়ে ধন্দে রয়েছেন সকলে। একটানা ভারী বৃষ্টির কারণে এই ধস, নাকি খনি জনিত কারণে এই ধস নেমেছে সেটা এখনও পরিষ্কার নয়।

ধসের ফলে রাস্তায় গর্ত তৈরি হওয়ায় যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে ধস কবলিত রাস্তা ঘিরে রাখার ফলে একটি লেন দিয়ে যানবাহন চলাচল করছে ওই এলাকায়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দ্রুত রাস্তার ধসে যাওয়া অংশটি মেরামত করা হবে। যদিও এই ঘটনায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ। উল্লেখ্য, আগেও আসানসোল ও রানিগঞ্জের খনি এলাকার একাধিক জায়গায় ধস দেখা গিয়েছে। কয়েকবছর আগে ধসে ফলে একটি আস্ত স্কুলের একাংশ মাটির নিচে ঢুকে যায়। এই ঘটনার পর ইসিএল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্থানীয়রা। এরই মধ্যে এবার ধস দেখা গেল আসানসোলে ১৯ নম্বর জাতীয় সড়কের মাঝে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement