Advertisement
Advertisement
Krishnanagar

পথ দুর্ঘটনায় কিশোরীর মৃত্যু ঘিরে তুলকালাম কৃষ্ণনগরে, ঘাতক লরিতে আগুন, অবরুদ্ধ জাতীয় সড়ক

চালক ও খালাসির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Lorry crushes teenager in Krishnanagar
Published by: Suhrid Das
  • Posted:June 15, 2025 12:40 pm
  • Updated:June 15, 2025 12:40 pm   

সঞ্জিত ঘোষ, নদিয়া: সাতসকালে জাতীয় সড়কের উপর ছাত্রীকে পিষে দিল বালিবোঝাই লরি। সেই ঘটনাকে ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গেও বচসা হয় বিক্ষোভকারীদের। ঘটনায় তীব্র অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর দিগনগর সেনপুর ১২ নম্বর জাতীয় সড়কে। মৃত ওই ছাত্রীর নাম রিয়া বিশ্বাস।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রিয়া বিশ্বাস নামে নবম শ্রেণির ওই ছাত্রী বাবার সঙ্গে রাস্তা পার হচ্ছিল। অভিযোগ, ট্রাফিক আইন অমান্য করে ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি বেপরোয়া বালিবোঝাই লরি যাচ্ছিল। লরিটি ওই কিশোরীকে পিষে দেয়। ঘটনাস্থলেই মারা যায় সে। বরাতজোরে বেঁচে যান ওই কিশোরীর  বাবা। দুর্ঘটনা দেখেই ছুটে যান এলাকার সাধারণ মানুষ। উত্তেজিত জনতাকে দেখে লরি ফেলে পালান চালক ও খালাসি। দ্রুত উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘাতক লরিটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অবরুদ্ধ হয়ে পড়ে কৃষ্ণনগর দিগনগর সেনপুর ১২ নম্বর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ক্ষুব্ধ জনতার সঙ্গে প্রথমে পুলিশের সাময়িক বচসা হয় বলে অভিযোগ। পরে পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করে।

ঘটনাস্থলে গিয়ে দমকলের একটি ইঞ্জিন ওই লরির আগুন নেভায়। মৃতদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। পরে দেহ সেখান থেকে পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বেশ কিছু সময় পরে মুক্ত হয়ে যান চলাচল স্বাভাবিক হয়। চালক ও খালাসির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ