Advertisement
Advertisement
Alipurduar

ছ’মাসের বেতন বকেয়া রেখেই আলিপুরদুয়ারে বন্ধ মধু চা বাগান, মাথায় হাত ৭৫০ শ্রমিকের

ঘটনায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

Madhu Tea Garden closed in Alipurduar

বাগান বন্ধে দুশ্চিন্তায় শ্রমিকরা। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:May 19, 2025 3:35 pm
  • Updated:May 19, 2025 3:35 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ারের মধু চা বাগান। সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে দেখতে পান বাগান বন্ধ। মালিক কর্তৃপক্ষ বাগান বন্ধের নোটিশ ঝুলিয়ে এলাকা ছেড়েছেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। বেশ কয়েক মাস ধরে তাঁদের বেতন বকেয়া রয়েছে বলে অভিযোগ। তার মধ্যে এবার বাগানই বন্ধ করে দেওয়া হল। কাজ হারিয়ে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে শ্রমিকদের। ওই মধু চা বাগানে মোট ৭৫০ শ্রমিক কাজ করেন বলে খবর।

Advertisement

শ্রমিক সূত্রে জানা গিয়েছে, ওই মধু চা বাগানে বেশ কয়েক মাস ধরেই অশান্তির আবহ চলছে। ৬ মাস ধরে কাজ করলেও কর্তৃপক্ষ তাঁদের বেতন দিচ্ছেন না বলে শ্রমিকদের অভিযোগ। বকেয়া বেতনের দাবিতে আন্দোলনেও নেমেছিলেন শ্রমিকরা। তবে বাগানে নিত্য কাজ চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। উঠপাদনে কোনওরকম ব্যাঘাত ঘটানো হয়নি বলে শ্রমিকদের দাবি। সেই আবহেই এদিন সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসেছিলেন। কিন্তু দেখা যায় বাগান বন্ধ। কর্তৃপক্ষের তরফে নোটিশ ঝুলিয়ে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনা জানাজানি হতেই শ্রমিকদের মধ্যে সাময়িক উত্তেজনা ছড়ায়। একে তো ছয় মাসের বেতন বাকি। তার উপর বাগানও বন্ধ হয়ে গেল। এরপর কী হবে? সেই প্রশ্ন তুলেছেন শ্রমিকরা।

বেতন না পাওয়ায় আর্থিক কষ্টের মধ্যে চলছে শ্রমিক পরিবারগুলি। এখন কাজ হারানোর আশঙ্কা চেপে বসেছে শ্রমিকদের মধ্যে। এরপর কীভাবে সংসার চলবে? সেই দুর্ভাবনাও ছড়িয়েছে তাঁদের মধ্যে। অবিলম্বে বাগান খোলা ও বেতন মেটানোর দাবি তোলা হয়েছে। কেন বাগান বন্ধ করা হল? সেই বিষয়ে কর্তৃপক্ষের থেকে পরিষ্কার বার্তা আসেনি বলেই অভিযোগ। ওই মধু চা বাগানের ম্যানেজার-সহ অন্যান্য আধিকারিকরাও এলাকা ছেড়ে গিয়েছেন বলে খবর। বাগান বন্ধের কথা ছড়িয়ে পড়তেই চা বলয়ের অন্যান্যদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে। তবে শ্রমিক সংঠনগুলির তরফে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই চা বাগান খোলার চেষ্টা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement