সুমন করাতি, হুগলি: মিষ্টির দোকানে নাবালিকাকে যৌন হেনস্তায় গ্রেপ্তার গুণধর। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে বিকাশ আশোপা নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত যুবক ভদ্রকালী উত্তরপাড়ার বাসিন্দা বলে খবর।
সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও। তাতে দেখা যায়, হুগলির মিষ্টির দোকানে এক স্কুলছাত্রীকে অশ্লীল স্পর্শ করছে একজন! জোর করে স্তনে হাত, এমনকী চুমুও দেয় এক অপরিচিত ওই যুবক। শুধু তাই নয় মুখে আঙুল ঢুকিয়ে অশ্লীল ইঙ্গিত করতেও দেখা যায় গুণধরকে। স্কুলছাত্রী স্বাভাবিকভাবেই অস্বস্তিবোধ করতে থাকে। সঙ্গে থাকা বয়স্ক মহিলার গা ঘেঁষে দাঁড়িয়ে রেহাই পায়নি সে। ওই অজ্ঞাতপরিচয় যুবক স্কুলছাত্রীকে উত্যক্ত করতেই থাকে। কেনাকাটির পর পড়ুয়ার সঙ্গেই মিষ্টির দোকান থেকে বেরয় সে।
মিষ্টির দোকানের সিসিটিভি ফুটেজ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যা দেখে নেটদুনিয়ায় ওঠে বিতর্কের ঝড়। অভিযুক্তকে গ্রেপ্তারির দাবিতে সরব হন নেটিজেনরা। ওই স্কুলছাত্রীর পাশে থাকা বয়স্ক মহিলা কেন ঘটনার প্রতিবাদ করলেন না, তা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার ধৃতকে তোলা হবে আদালতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.