Advertisement
Advertisement
Asansol

অবশেষে আসানসোলে নাবালক নির্যাতন কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত

রবিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

Main accused arrested in Asansol incident
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 9, 2025 1:32 pm
  • Updated:June 9, 2025 2:10 pm   

শেখর চন্দ্র, আসানসোল: নাবালককে তুলে নিয়ে যৌন হেনস্তার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। সোমবার সকালে ধৃত ইমরান শেখকে তোলা হয়েছে আদালতে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করলেই গোটা ঘটনার নেপথ্যে লুকিয়ে থাকা কারণ স্পষ্ট হবে বলে আশাবাদী তদন্তকারীরা।

Advertisement

ঘটনার সূত্রপাত গত ২৯ মে। ওইদিন উদ্ধার হয় আসানসোল রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণির ছাত্র সুদীপ মাজির ঝুলন্ত দেহ। প্রথমদিকে কী কারণে এই ঘটনা তা নিয়ে ধন্দে ছিল পরিবার। পরবর্তীতে পরিবারের তরফে মৃত ছাত্রের বন্ধুদের সঙ্গে কথা বলা হয়। এরপর খতিয়ে দেখা হয় মৃতের মোবাইল। তাতেই প্রকাশ্যে আসে মূল ঘটনা। মৃতের মা চন্দ্রাবলী দেবী জানান, গত জানুয়ারি মাসে আসানসোল কসাইমহল্লার বাসিন্দা ইমরান শেখ নামে এক যুবক সুদীপকে বলপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর গাড়িতে তাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। সেই ছবি মোবাইলে তুলে রেখেছিল ইমরান।

অভিযোগ, তারপর থেকে সেই ছবি দেখিয়ে বারবার ছাত্রকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়া শুরু করে। ইন্সটাগ্রাম চ্যাট ও ফোন কল রেকর্ড থেকে মিলেছে এসবের প্রমাণ। জানা যাচ্ছে, এক পর্যায়ে সুদীপ জানিয়েছিল তার কাছে আর টাকা নেই। এরপর চাপ আরও বাড়তে থাকে। মৃতের পরিবারের দাবি, সেই চাপেই আত্মহত্যা করেছে সুদীপ। আসানসোল উত্তর থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুরু করে তদন্ত। অবশেষে পলাতক অভিযুক্ত ধরা পড়ে রবিবার রাতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ