Advertisement
Advertisement
Bankra

বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে ‘গুলিবৃষ্টি’, বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার তৃণমূল নেতা

এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ধৃত ৬ জন।

Main accused arrested in Bankra shoot out case

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 8, 2024 2:18 pm
  • Updated:May 8, 2024 2:18 pm   

অরিজিৎ গুপ্ত, হাওড়া: হাওড়ার (Howrah) বাঁকড়ার ৩ নম্বর পঞ্চায়েত অফিসে ঢুকে গুলি চালনার ঘটনার এক সপ্তাহের মধ্যেই পুলিশের জালে মূল চক্রী তৃণমূল নেতা শেখ সাজিদ-সহ ৪। বেঙ্গালুরুর একটি নার্সিংহোম থেকে শেখ সাজিদকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ধৃত ৬ জন।

Advertisement

ঘটনার সূত্রপাত গত ২ মে। ওইদিন হাওড়ার বাঁকড়ার ৩ নম্বর পঞ্চায়েত অফিসে ঢুকে গুলি চালনার ঘটনা ঘটে। ঘটনার পরই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে মূল অভিযুক্ত শেখ সাজিদ ছিলেন বেপাত্তা। হাওড়া ও ভিনরাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ শেখ সাজিদ-সহ গ্রেপ্তার করেছে সঞ্জয় সিং, জশবন্ত সিং ও মহম্মদ চাঁদকে।

ধৃত শেখ সাজিদ।

[আরও পড়ুন: ‘ডাইনি’ কঙ্গনার হয়ে প্রচার করতে রাজি শেখর সুমন, তবে শর্ত একটাই]

পুলিশ সূত্রে খবর, ঘটনার মূল চক্রী শেখ সাজিদ আন্ত:রাজ্য সুপারি কিলারদের দিয়ে পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখকে পঞ্চায়েত অফিসে ঢুকে গুলি করে খুনের চেষ্টা করেছিল। তবে ধৃত ৬ জনের মধ্যে কোন ৩ জন সেদিন পঞ্চায়েত অফিসে ঢুকে গুলি চালায়, তা এখনও স্পষ্ট নয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এদিকে অভিযুক্ত যশবন্ত সিং ইতিপূর্বেই অন্য একটি মামলায় বিহারে জেলে রয়েছে। হাওড়া সিটি পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছে। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা জানালেন, ‘‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ব্যক্তিগত কোনও টাকাপয়সা লেনদেন নিয়ে শেখ সাজিদের সঙ্গে ঝামেলার জেরেই পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখকে পঞ্চায়েত অফিসে ঢুকে খুনের চেষ্টা করা হয়। তবে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।’’

উল্লেখ্য, শেখ সাজিদ সম্পর্কে পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখের জামাইবাবু। স্থানীয় সূত্রে খবর, শেখ সাজিদই টুকটুকি শেখকে পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসিয়ে বকলমে পঞ্চায়েতের দখল নিতে চাইছিলে। স্থানীয়দের এই অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ। এই গুলি চালনার ঘটনায় পুলিশ ঘটনাস্থল ও ধৃতদের কাছ থেকে একটা গুলি ভর্তি বন্দুক, ৪টে গুলি ও ৪টে গুলির খোল উদ্ধার করেছে।

[আরও পড়ুন: ১৫ মিনিটেই বাড়ি সাফ ‘গামছা ভোগলা’র, টালিগঞ্জে লুঠের সূত্র ধরে ফাঁস চাঞ্চল্যকর কাণ্ড ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ