অরূপ বসাক, মালবাজার: হাতির তাণ্ডবে লন্ডভন্ড প্রাথমিক স্কুল! স্টোর রুম, অফিস ঘর, শ্রেণিকক্ষে স্কুলের যাবতীয় জিনিসপত্র ডেস্ক, বেঞ্চ, বই, মিড-ডে মিলের বাসন সব কিছু নষ্ট করে দিয়েছে হাতির দল। সোমবার গভীর রাতে দু’টি শাবক-সহ পাঁচটি হাতির প্রায় দুই ঘণ্টার তাণ্ডবে প্রায় তছনছ প্রাথমিক বিদ্যালয়। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের টন্ডু টিজি থ্রি প্রাথমিক বিদ্যালয়ে।
এই প্রথমবার নয়, এর আগেও বামনডাঙা চা বাগানের টন্ডু টিজি থ্রি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়েছে হাতির দল। প্রতিবারই অনেক ক্ষতি হয়েছে। তবে এবারে ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের বেঞ্চ থেকে শুরু শ্রেণিকক্ষে সবকিছু প্রায় গুঁড়িয়ে দেওয়ায় কীভাবে স্কুল চলবে তা নিয়ে চিন্তায় কর্তৃপক্ষ। এখন বিদ্যালয়গুলিতে গরমের ছুটি রয়েছে। কিন্তু স্কুল খুললে পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে চিন্তায় প্রধানশিক্ষক, সহশিক্ষক থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ। হাতির তাণ্ডব চললেও কোনও হাতহতের খবর পাওয়া যায়নি। স্কুলের প্রচুর ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এঘটনা শোনার পর থেকে উদ্বিগ্ন পড়ুয়াদের অভিভাবকরাও। পড়াশোনা কী করে চলবে তা নিয়ে চিন্তায় তাঁরাও।
স্কুলের প্রধানশিক্ষক রবীন্দ্র বড়াইক জানান, “স্কুলের ক্ষতিপূরণে তহবিলের অর্থ অপ্রতুল। স্কুল খুললে কীভাবে ছাত্রছাত্রীদের পঠন-পাঠন হবে তা নিয়ে আমরা চিন্তিত।” পাশাপাশি স্কুলের সীমানার প্রাচীরও নির্মাণ করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। খুনিয়া বনদপ্তরের রেঞ্জার সজলকুমার দে জানিয়েছেন, “এলাকা পরিদর্শন করেছি। সরকারি নিয়মে ক্ষতিপূরণ যাতে পাওয়া যায় সেটাই দেখা হচ্ছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.