বাবুল হক, মালদহ: কালিয়াচক কাণ্ডের পর পেরিয়েছে ২ দিন। এখনও অধরা মূল অভিযুক্ত জাকির শেখ। স্নিফার ডগের গতিবিধির ভিত্তিতে অভিযুক্তের খোঁজে বৃহস্পতিবার ওই এলাকায় ড্রোন ক্যামেরা ওড়াল পুলিশ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এদিন নতুন করে কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার। ওইদিন সকালে মালদহের কালিয়াচকের নওদা-যদুপুর গ্রাম পঞ্চায়েতের সালেপুর নয়াবস্তি এলাকায় একটি রাস্তা উদ্বোধন করতে গিয়ে দুষ্কৃতীদের হামলায় খুন হন তৃণমূল নেতা হাসা শেখ ওরফে আতাউর। তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখকেও খুনের চেষ্টা করা হয়। গুরুতর জখম হন বকুল ও তাঁর ভাই তথা প্রাক্তন প্রধান রাজু ওরফে এসারুদ্দিন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল রাজ্যজুড়ে। ইতিমধ্যেই ১০ জনকে আটক ও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু বেপাত্তা মূল অভিযুক্ত জাকির।
পুলিশ সূত্রে খবর, অপরাধীদের শনাক্ত করতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল স্নিফার ডগ। গন্ধ শুঁকতে শুঁকতে দৌড় শুরু করে কুকুরটি। প্রায় চার কিলোমিটার দূরে গিয়ে থমকে যায়। পাশেই ফাঁকা নির্জন মাঠ, ঝোপ ও লিচুবাগান। তাতেই পুলিশের অনুমান, সেই নির্জন মাঠেই রয়েছে দুষ্কৃতীদের ডেরা। কালিয়াচক কাণ্ডে অভিযুক্ত জাকির শেখ সেখানে লুকিয়ে থাকতে পারে। তাঁর খোঁজেই বৃহস্পতিবার ওই এলাকায় পুলিশ ড্রোন ওড়ায়। কিন্তু হদিশ মেলেনি কারও। এলাকায় মোতায়েন রয়েছে টহলদারি পুলিশ। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব স্থানীয়ার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.