Advertisement
Advertisement

Breaking News

Maldah Incident

মালদহে ভুট্টা খেতে তরুণীর বিবস্ত্র-ক্ষতবিক্ষত দেহ! ধর্ষণের পর খুন?

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Maldah Incident: A woman allegedly physically assaulted and killed | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 15, 2024 1:34 pm
  • Updated:February 15, 2024 1:55 pm   

বাবুল হক, মালদহ: ফের লালসার শিকার তরুণী। ভুট্টা খেতে মিলল বিবস্ত্র, ক্ষত-বিক্ষত দেহ। ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়িতে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই তরুণীর বয়স ২৫ বছর। বাড়ি মালদহের মোথাবাড়ি থানার শ্রীপুর কলোনি এলাকায়। মৃতের পরিবার সূত্রে খবর, সরস্বতী পুজোর সকালে সবজি কাটার জন্য হাঁসুয়া নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি তিনি। স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া শুরু হয়। কিন্তু কোথাও তাঁর হদিশ মেলেনি। বৃহস্পতিবার সকালে খবর আসে, বাড়ি থেকে মাত্র কয়েকশো মিটার দূরে ভুট্টার খেতে পড়ে তরুণীর নগ্ন দেহ।

[আরও পড়ুন: ‘দৈহিক গঠন-রঙেই আদিবাসী চেনা যায়’, বিধায়ক নারায়ণ গোস্বামীর মন্তব্যে বিতর্ক, FIR-এর দাবি শুভেন্দুর]

খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোথাবাড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজে পাঠায়। পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে তরুণীকে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছে সরেজমিনে তদন্ত শুরু করে মোথাবাড়ি থানার পুলিশ। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব এলাকার মানুষ।

[আরও পড়ুন: পুলিশের গাড়িতে চড়াও, প্রবল ধস্তাধস্তিতে অসুস্থ সুকান্ত, আনা হল কলকাতার হাসপাতালে]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ