Advertisement
Advertisement
Mamata Banerjee

‘শান্ত থাকুন, সংযত থাকুন’, খগেন-শংকরের উপর হামলার পর বার্তা মমতার

Mamata Banerjee in North Bengal: মানুষকে কোনও প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর।

Mamata Banerjee ask people to stay calm after khagen murmu and shankar ghosh incident
Published by: Kousik Sinha
  • Posted:October 6, 2025 3:35 pm
  • Updated:October 6, 2025 5:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”শান্ত থাকুন, সংযত থাকুন”। নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শংকর ঘোষের উপর হামলার ঘটনার পরই বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। একইসঙ্গে সাধারণ মানুষ যাতে কোনও প্ররোচনায় পা না দেন, সেই বার্তাও এদিন দেন তিনি। বিপর্যয় সরেজমিনে খতিয়ে দেখতে সোমবারে উত্তরবঙ্গে গিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখানে পৌঁছেই নাগরাকাটায় দুর্গতদের সঙ্গে দেখা করেন তিনি। সেখান থেকেই মমতার স্পষ্ট বার্তা, ”রাজনীতি ভুলে এই সময় দুর্গতদের পাশে দাঁড়াতে হবে।”

Advertisement

নাগরাকাটায় বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে এদিন আক্রান্ত হতে হয় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ এবং বিজেপি সাংসদ খগেন মুর্মুকে। তাঁদেরকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। ইটের আঘাতে একেবারে রক্তাক্ত অবস্থা হয় বিজেপি সাংসদের। শুধু তাই নয়, আহত হন শংকর ঘোষও। তাঁদের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে নাগরাকাটা এলাকা। ঘটনার কিছুক্ষণ পরেই নাগরাকাটায় পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই এই ইস্যুতে কথা বলেন তিনি। বলেন, ”কোনও ঘটনা ঘটুক আমি চাই না। তবে কেউ যদি প্লাবন এলাকায় ৩০/৪০ টা গাড়ি নিয়ে চলে যায় তাহলে জনতার ক্ষোভ হয়। রাজনীতি করতে আমি ওই এলাকায় যেতে চাই না।” তবে ডিজি পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। সবার সঙ্গে তিনি কথা বলে এসেছেন বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে নাগরাকাটা থেকেই মানুষের প্রতি তাঁর আহ্বান, ”শান্ত থাকুন, সংযত থাকুন। দুর্যোগের সময় সবাইকে মিলেমিশে সঙ্কটের মোকাবিলা করতে হবে। এটাই আমাদের মনুষ্যত্ব এবং মানবিকতা।” অন্যদিকে স্থানীয় মানুষজনকে সতর্ক করে মুখ্যমন্ত্রী আরও জানান, ”আগামী দু’একদিনের মধ্যে ফের জোয়ার আসতে পারে। ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এখানে রাস্তার ধারে সরকারের তরফে ত্রাণশিবির খোলা হয়েছে। যাঁরা এসেছেন, তাঁরা ভালো করেছেন। যাঁরা এখনও নিজের বাড়ি আঁকড়ে রয়েছেন, আপনারা দ্রুত এখানে চলে আসুন। নিরাপদে থাকবেন। খাওয়াদাওয়া নিয়ে ভাবতে হবে না।” 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ