সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সময় বেলা ১২টা ১ মিনিটে রওনা হয়েছিল ড্রাগন। ২৮ ঘণ্টা শেষে বৃহস্পতিবার বিকেল চারটেয় ‘ডকিং’ প্রক্রিয়া’ সম্পূর্ণ হতেই তৈরি হল ইতিহাস। আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছলেন অ্যাক্সিয়ম মিশন ৪-এর সদস্যরা। যাঁদের মধ্যে অন্যতম গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এই প্রথম কোনও ভারতীয় এমন কৃতিত্ব অর্জন করলেন। তাঁকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখলেন, ‘তোমার যাত্রা সত্যিই আমাদের সকলকে গর্বিত করেছে।’
বুধবার বেলা ঠিক বারোটা বেজে এক মিনিটে শুভাংশুকে নিয়ে অন্তরীক্ষে পাড়ি দেয় অ্যাক্সিয়ম-৪। এই অভিযান ঘিরে ভারতীয়দের আগ্রহ তুঙ্গে। সকলেরই নজর শুভাংশুদের মহাকাশের দিনরাত্রি কেমন কাটবে তা নিয়ে। অবশেষে বৃহস্পতিবার বিকেলে তাঁরা পৌঁছে যান মহাকাশ স্টেশনে। এরপরই মমতা লেখেন, ‘আমাদের মহাকাশচারী, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং দলের সদস্যদের অন্যান্য অ্যাক্সিয়ম মিশন ৪-এর অংশ হয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিরাপদে পৌঁছাতে দেখে আমরা সত্যিই রোমাঞ্চিত। সকলকে, বিশেষ করে আমাদের শুভাংশুকে আন্তরিক অভিনন্দন! আইএসএসে প্রথম ভারতীয় হওয়ার এক অবিশ্বাস্য অর্জন! তাঁর মিশন কেবল ব্যক্তিগত অর্জন নয়। বরং ভারতের মহাকাশবিজ্ঞান-প্রচেষ্টার এক স্মরণীয় পদক্ষেপ। যা আমাদের অবস্থানকে আরও দৃঢ় করেছে মহাকাশ গবেষক দেশ হিসেবে। অভিনন্দন, শুভাংশু, আবারও! তোমার যাত্রা সত্যিই আমাদের সকলকে গর্বিত করেছে। জয় হিন্দ!’
Absolutely thrilled to see our astronaut, Group Captain Shubhanshu Shukla, and other team members, safely reach the International Space Station as part of the Axiom Mission 4.
Heartiest congratulations to all of them and especially to our very own Shubhanshu! What an incredible…
— Mamata Banerjee (@MamataOfficial)
স্পেসএক্স-এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দেন শুভাংশু-সহ চার মহাকাশচারী। প্রথমে ঠিক ছিল ২৫ মে অভিযান শুরু হবে। কিন্তু তা পিছিয়ে ৮ জুন হয়। এরপর থেকে বারবার পিছিয়েছে যাত্রার তারিখ। শেষবার দিন ধার্য হয়েছিল ২২ জুন। তাও পিছিয়ে যায়। অবশেষে বুধবার আসে সেই মাহেন্দ্রক্ষণ। বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছনোর মুহূর্তে তৈরি হল অন্য ইতিহাস। আগামী ১৪ দিন তাঁরা মহাকাশে কেমন কাটান, সেদিকে চোখ থাকবে সকলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.