ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরকন্যা থেকে বেরিয়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাওয়ার পথে হঠাৎই গাড়ি থেকে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিরিষতলায় নেমে পায়ে হেঁটে এগিয়ে যান রাস্তার দু’ধারে থাকা জনতার দিকে। কথা বলেন দাঁড়িয়ে থাকা বাসিন্দা, স্কুল পড়ুয়াদের সঙ্গে। আদরে ভরিয়ে দেন তাঁদের।
মঙ্গলবার তিনদিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ জলপাইগুড়িতে চা শ্রমিকদের জমির পাট্টা বিলি-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বুধবার সকালে উত্তরকন্যা থেকে কনভয় থেকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। শিরিষতলার কাছে রাস্তার পাশে মানুষের ঢল দেখে গাড়ি থেকে নামেন তিনি। কথা বলেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সকলের সঙ্গে। হাত মেলান। আদর করেন বাচ্চাদের। মুখ্যমন্ত্রীকে এভাবে পাশে পেয়ে উচ্ছ্বসিত স্থানীয়রা। এরপর তিনি চলে যান অনুষ্ঠানে। আগামিকাল কলকাতা ফিরবেন মমতা।
উল্লেখ্য, উত্তরবঙ্গ সফর শুরুর আগে হিংসা বিধ্বস্ত নেপাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই দিনভর তাঁর নজরে ছিল নেপালের পরিস্থিতি। উত্তরবঙ্গে গিয়ে কন্যাশ্রী বাংলোয় পৌঁছনোর পর দেখা যায়, নেটওয়ার্কের সমস্যা। ফলে নেপালের খবর পেতে সমস্যা হচ্ছিল তাঁর। সেই কারণেই মুখ্যমন্ত্রী আর কন্যাশ্রীতে থাকতে চাননি। তাই মাঝরাতে চলে যান উত্তরকন্যায়। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকেও নেপাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.