Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিলেন মমতা, পাহাড়ে জনসংযোগে মুখ্যমন্ত্রী

দার্জিলিং-সহ রাজ্যবাসীর মঙ্গল কামনায় দিলেন পুজো। 

Mamata Banerjee offers puja in Darjeeling Mahakal temple
Published by: Subhankar Patra
  • Posted:October 16, 2025 12:07 pm
  • Updated:October 16, 2025 2:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূর্যমুখী ফুল, দুধ দিয়ে পুজো দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। স্থানীয়দের সঙ্গে জনসংযোগও সারেন তিনি। কথা বলেন মন্দিরের পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে।

Advertisement

উত্তরবঙ্গের বিপর্যয়ের পর দ্বিতীয় দফায় পাহাড় সফরে করছেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। দার্জিলিঙে করেছেন প্রশাসনিক বৈঠক। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিয়েছেন একাধিক পদক্ষেপ। আগামিকাল শুক্রবার তাঁর কলকাতায় ফিরে আসার কথা। তার আগে আজ, বৃহস্পতিবার তিনি শৈলশহরের মহাকাল মন্দিরের পুজো দিলেন। কথা বললেন স্থানীয়দের সঙ্গে। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ অন্যান্যরা। এই প্রথম নয়। উত্তরবঙ্গ সফরে গেলে বরাবরই জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী। কখনও স্নেহের পরশ দেন খুদেদের। কখনও আবার দোকানে ঢুকে মোমো বানাতেও দেখা গিয়েছে তাঁকে। 

 

বিজয় দশমীর পর প্রকৃতির তাণ্ডবে তছনছ হয়ে যায় পাহাড়ের একাধিক জায়গা। ভুটান থেকে জল এসে ভাসিয়ে নেয় একাধিক এলাকা। ভূমিধসে বিপর্যস্ত হয় পাহাড়ের একাংশ। বাড়ি, রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩২ জনের। পাশপাশি প্লাবিত হয় বিস্তর চাষের জমি। আলিপুরদুয়ার, নাগরাকাটা, মিরিক, দার্জিলিংয়ের বহু জমি জলের তলায় চলে যায়। দুর্গতদের সাহায্যে পাশে দাঁড়াতে নিজে ঘুরে দেখেছেন একাধিক এলাকা। প্রশাসনিক আধিকারিকদের দিয়েছেন প্রয়োজনীয় নির্দেশ। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি পরিবারের একজনকে চাকরির দিচ্ছে রাজ্য সরকার। এবার দার্জিলিং-সহ রাজ্যবাসীর মঙ্গল কামনায় দিলেন পুজো। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ