সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাহাড়ের আর্থিক উন্নয়নের রূপরেখা তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হদিশ দিলেন পাহাড়ের কর্মসংস্থানের। পর্যটকদের কাছে ‘পাহাড়ের রানি’কে আরও আকর্ষণীয় করে তোলার উপায়ও বাতলে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শান্তি বজায় থাকলে সমতলের সিলিকন ভ্যালির মতো পাহাড়েও আইটি হাব তৈরির প্রতিশ্রুতি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে আইটি সংস্থাগুলির সঙ্গে রাজ্যের তরফে প্রস্তাব দেওয়া হবে।
মঙ্গলবার জিটিএ-র নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকে পাহাড়ের যানজট, পানীয় জলের সমস্যার সমাধান থেকে কর্মসংস্থান নিয়ে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এক নতুন দার্জিলিং গড়ার স্বপ্ন দেখালেন তিনি।
এক নজরে দেখে নিন মুখ্যমন্ত্রীর ঘোষণা
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.