Advertisement
Advertisement
Mamata Banerjee

‘জামাই আদরে নিয়ে গিয়ে কেন অত্যাচার?’ ভিনরাজ্যে বাংলার শ্রমিক ‘হেনস্তা’য় প্রশ্ন মমতার

শ্রমশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee raises voice on migrant workers harassment

ফাইল ছবি

Published by: Subhankar Patra
  • Posted:August 26, 2025 2:43 pm
  • Updated:August 26, 2025 3:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শ্রমিকরা এমনি বাইরে নেই। তাঁদের
ভিনরাজ্যে ‘জামাই আদর’ করে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি মমতার। কারণ বিভিন্ন বিষয়ে তাঁরা দক্ষ। কিন্তু কেন ওড়িশা, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাটে বাঙালি শ্রমিকদের হেনস্তা করা হচ্ছে? সেই প্রশ্ন তোলেন মমতা (CM Mamata Banerjee)। পাশাপাশি জানিয়েছেন, বাংলার মেধা ছাড়া বিদেশের নামী শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না। তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট গুজরাটের লোকদের কোমরে শিকল বেঁধে পাঠিয়ে দিয়েছে। বাংলার মেধাকে তাড়াতে পারে না।”

Advertisement

দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালি শ্রমিকদের হেনস্তার অভিযোগ উঠেছে বারংবার। কোথাও মারধর, কোথাও থানায় নিয়ে গিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে। সবজায়গাতেই একটা বিষয় ‘কমন’ বাংলা বলার অপরাধে তাঁদের অত্যাচার করা হয়েছে। বাংলা থেকে ২২ লক্ষ শ্রমিক বাইরের রাজ্যে কাজ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, তাঁদের জামাই আদর করে নিয়ে যাওয়া হয়েছে। মমতার কথায়, “দয়া করে ওঁদের নিয়ে যাওয়া হয়নি। কেউ সোনার কাজ ভালো করে। কেউ জামা-কাপড় ভালো তৈরি করেন। কেউ কনস্ট্রাকশনের কাজ ভালো পারে। ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে। কিন্তু তাঁদের ভাগ্যে আজ জুটছে লাঞ্চনা, বঞ্চনা, অত্যাচার, অনাচার।”

বাংলার শ্রমিকরা বাইরে গেলেও, পশ্চিমবঙ্গে ভিনরাজ্যের দেড় কোটি মানুষ রয়েছেন। তাঁদের উপর এই বাংলায় কোনও অত্যাচার করা হয় না। সেই কথা জানিয়ে মমতার প্রশ্ন, “তাহলে কেন ওড়িশা, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাটে বাঙালি শ্রমিকদের হেনস্তা করা হচ্ছে?  আমাদের মানুষকে কি মানুষ বলে মনে করেন না?” তাঁর আরও সংযোজন, “বাংলার ছাত্রছাত্রীদের মেধা, গবেষকদের মেধা সারা বিশ্ব সম্মান করে। মার্কিন প্রেসিডেন্ট গুজরাটের লোকদের কোমরে শিকল বেঁধে পাঠিয়ে দিয়েছে। বাংলার মেধাকে তাড়াতে পারে না। ওদের ছাড়া হার্ভার্ড, কেমব্রিজ চলবে না। নাসা থেকে ভাষা ওঁরাই আছে।” 

মঞ্চ থেকে আরও একবার পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শ্রমশ্রী প্রকল্পের কথা জানিয়ে ৫ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। সঙ্গে শ্রমিকের সন্তানদের পড়াশোনা থেকে সমস্ত সরকারি প্রকল্প আওতায় তাঁদের নিয়ে আসা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ