Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

Mamata Banerjee: ‘ভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ’, শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে অখণ্ড বাংলার বার্তা মমতার

'উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়ে বাংলা', মন্তব্য মুখ্যমন্ত্রীর।

Mamata Banerjee said, West Bengal will remain unified । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 19, 2022 2:59 pm
  • Updated:October 19, 2022 4:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও উত্তরবঙ্গ আবার কখনও জঙ্গলমহলকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে সরব হয়েছে বিজেপি। তবে বারবার তার বিরোধিতাও করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। আরও একবার অখণ্ড বাংলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে মমতার বার্তা “ভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ”।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) বলেন, “আমি উত্তরবঙ্গকে ভালবাসি। দু’মাস অন্তর উত্তরবঙ্গে আসি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়ে বাংলা। উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে সচেষ্ট রাজ্য সরকার। উত্তরবঙ্গে কলেজ, হাসপাতাল হয়েছে। বিশেষভাবে পর্যটনে জোর দেওয়া হয়েছে। উত্তরবঙ্গকে আরও স্বনির্ভর করে তুলতে চাই। আমরা সবাইকে নিয়ে কাজ করি। আমরা সবাই এক আছি বলে শান্তি বজায় রয়েছে। কোনও প্ররোচনা, ভাগাভাগিতে কান দেবেন না। কোনও ভাগাভাগি নয়। বঙ্গভঙ্গ না। বঙ্গ চায় সঙ্গ।”

[আরও পড়ুন: কেরলে কাজে যাওয়ার নামে প্রেমিকার সঙ্গে সংসার! ২ মাস পর মিলল যুবকের দেহ, উত্তেজনা ক্যানিংয়ে]

উত্তরবঙ্গ বঞ্চিত, এই অভিযোগে বারবার বাংলা ভাগের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের গলায় পৃথক উত্তরবঙ্গের দাবি শোনা গিয়েছে। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের গলায় অবশ্য দু’রকম সুরই শোনা গিয়েছে। কখনও যেমন বাংলা ভাগের বিরোধিতা করেছেন। আবার কখনও দলীয় নেতাদের মন্তব্যের পক্ষে সওয়াল করেছেন। যদিও সাংসদ লকেট চট্টোপাধ্যায় সবসময়ই তার বিরোধিতা করেছেন। পৃথক উত্তরবঙ্গের মতো জঙ্গলমহলের দাবিও উঠেছেন। বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র গলায় সেকথা শোনা গিয়েছিল।

বারবার সে দাবির বিরোধিতা করেছে তৃণমূল। সৌমিত্র খাঁ, জন বার্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় এফআইআরও দায়ের হয়। অনন্ত মহারাজের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে বাংলা ভাগের বিরুদ্ধে সুর চড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: গরু পাচার মামলা: নিজাম প্যালেসে অনুব্রত ঘনিষ্ঠ কেরিম খান, বিপুল সম্পত্তির উৎস কী? জানতে চায় CBI]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ