Advertisement
Advertisement
Mamata Banerjee

‘কাউকে সাসপেন্ড করব না’, নির্বাচন কমিশনকে ‘বিজেপির ক্রীতদাস’ বলে তোপ মমতার

সরকারি অফিসারদের রক্ষা করার দায়িত্ব তাঁর, অভয় মুখ্যমন্ত্রীর।

Mamata Banerjee says she would not suspend election officers
Published by: Suhrid Das
  • Posted:August 6, 2025 4:09 pm
  • Updated:August 6, 2025 5:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশন ‘বিজেপির ক্রীতদাস’ হিসেবে কাজ করছে। ঝাড়গ্রামের লালমাটি থেকে নির্বাচন কমিশনকে এই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরের পিছনে বাংলায় এনআরসি চালু করার চক্রান্ত চলছে। বাংলায় কারও নাম বাদ দেওয়া যাবে না। আরও একবার সেই হুঁশিয়ারি দিলেন মমতা। এসআইআরের মাধ্যমে বিজেপি নিজেদের সুবিধার্থে ভোটার তালিকা তৈরি করতে চাইছে। সেই অভিযোগও এদিন করেছেন মুখ্যমন্ত্রী। 

Advertisement

ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণে কারচুপির অভিযোগে বাংলার মোট চার আধিকারিককে সাসপেন্ড করেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিবকে ওই চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে। ওই চারজনের তালিকায় রয়েছেন দুই ইআরও (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার) এবং দুই এইআরও (অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার)। এদিন সেই ইস্যুতে আক্রমণাত্মক হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। কোন অধিকারে রাজ্যের চার আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে? সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নই, কোনও অফিসারকেই সাসপেন্ড করা হবে না। এদিন দ্ব্যর্থহীন ভাষায় সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বাংলা ভাষার বিরুদ্ধে বিজেপি ‘সন্ত্রাস’ চালাচ্ছে। বাংলার পরিযায়ী শ্রমিকদের বিজেপিশাসিত একাধিক রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে গ্রেপ্তার করে অত্যাচার চলছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ‘ভাষা আন্দোলনের’ ডাক দিয়েছেন। কলকাতা, বোলপুরের পর এদিন ঝাড়গ্রামে এই ইস্যুতে মিছিল করেন মুখ্যমন্ত্রী। সেই মিছিল শেষে বক্তব্য রাখেন তিনি। সেখানেই তিনি কেন্দ্রের বিজেপি সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনকে আক্রমণ করেন। বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে জিততে চাইছে বলে অভিযোগ করেন তিনি। এসআইআরের নামে বাংলার ভোটারদের নাম কাটার চক্রান্ত চলছে, সেই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী সাফ বলেন, “কারও নাম কাটা যাবে না।”

কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের কর্মী, অফিসার, পুলিশকে ভয় দেখানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেছেন। এদিন তিনি অভয় দিয়েছেন, “সরকারি অফিসারদের রক্ষা করার দায়িত্ব আমার। আমরা আমাদের কর্মী-অফিসারদের রক্ষা করব।” রাজ্যের চার অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। “কাউকে সাসপেন্ড করব না।” এদিন সেই কথাও সাফ জানিয়ে কার্যত নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন  মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, বিজেপির দালালি করছে। সেই অভিযোগও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ