সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা কার্যত ভারতের সংবিধানের উপর আক্রমণ বলে মনে করছেন তিনি। ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, জুতো ছোড়ার ঘটনা প্রকাশ্যে আসার পর প্রধান বিচারপতিকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও।
এদিন দুপুরেই উত্তরবঙ্গের বৃষ্টিতে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে দার্জিলিং পৌঁছেছেন। বেশ কিছু এলাকা ঘুরে দেখেন তিনি। আগামী কাল, মঙ্গলবার তিনি মিরিকে যাবেন। আজ তিনি উত্তরবঙ্গেই আছেন। সোমবার প্রধান বিচারপতিকে নিগ্রহের ঘটনার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে ঘটনার নিন্দা জানিয়ে তিনি লেখেন, “আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের উপর হামলার নিন্দা জানাই। এটি অত্যন্ত জঘন্য কাজ। এটি কার্যত ভারতের সংবিধানের উপর আক্রমণ।” তিনি আরও লেখেন, “আমি ব্যক্তিগতভাবে বিচারপতি গাভাইকে সম্মান করি।” বন্যা কবলিত উত্তরবঙ্গের আছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি প্রধান বিচারপতির পাশে থাকার বার্তা দিয়েছেন
I condemn the attack today on the Chief Justice of India Justice B R Gavai ji in the Supreme Court premises. This has been a most outrageous thing and effectively an assault on the Constitution of India.
I personally respect Justice Gavai and send him my regards from the…
— Mamata Banerjee (@MamataOfficial)
উল্লেখ্য, সোমবার একটি মামলার শুনানি চলাকালীন আচমকাই একজন আইনজীবী প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন! অভিযুক্ত ব্যক্তিকে আদালত কক্ষ থেকে বের করে আনার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, “ভারতে সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না।” জানা যাচ্ছে, সপ্তাহ খানেক আগে প্রধান বিচারপতির এজলাসে মধ্যপ্রদেশের একটি ক্ষতিগ্রস্ত বিষ্ণু মূর্তি পুনরুদ্ধারের মামলা শুনানি ছিল। সেই সময় একটি প্রসঙ্গে প্রধান বিচারপতি মন্তব্য করেন, “যাও, দেবতাকে জিজ্ঞাসা করো” অনুমান করা হচ্ছে, যার জেরেই বিচারপতিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। যদিও ঘটনার পর বিন্দুমাত্র বিচলিত হতে দেখা যায়নি প্রধান বিচারপতিকে। ঘটনার পরে তিনি নির্দিষ্ট কার্যপ্রক্রিয়া চালিয়ে যান তিনি। এমনকী বলেন, “এসব দেখে বিভ্রান্ত হবেন না। এসব আমার উপর প্রভাব ফেলবে না। শুনানি চালিয়ে যান।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.