Advertisement
Advertisement
Mamata Banerjee

রশিতে টান দিয়ে দিঘায় রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী, সোনার ঝাঁটা দিয়ে সাফ হবে রাস্তাও

জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মাসির বাড়ি নিয়ে যাওয়ার জন্য তিনটি রথ প্রস্তুত হয়ে গিয়েছে।

Mamata Banerjee will start Rathayatra at Digha Jagannath dham

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:May 28, 2025 12:41 pm
  • Updated:May 28, 2025 12:42 pm   

স্টাফ রিপোর্টার, কাঁথি: প্রথমবার রথের রশিতে টান দিতে নজিরবিহীন ভিড় দেখবে সৈকত শহর দিঘা। এবং সেই রশিতে টান দিয়ে সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সোনার ঝাঁটা দিয়ে প্রভু জগন্নাথদেবের মাসির বাড়ি যাওয়ার রাস্তা পরিষ্কার করবেন তিনি। ফলে রথযাত্রাকে ঘিরে যে বিপুল পর্যটক সমাগম হবে তা স্পষ্ট।

Advertisement

এমনিতেই জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের পর থেকে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে অন্য চেহারা নিয়েছে সৈকত শহর। শুধুমাত্র ভ্রমণ নয়, ইতিমধ্যে দর্শনীয় স্থান হয়ে উঠেছে দিঘা। এবার সেই দিঘায় প্রথমবার জমকালোভাবে রথযাত্রার আয়োজন হতে চলেছে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মাসির বাড়ি নিয়ে যাওয়ার জন্য তিনটি রথ প্রস্তুত হয়ে গিয়েছে। মন্দির চত্বরেই রাখা হয়েছে এই রথগুলিকে। পুরীর মতোই দিঘাতেও পৃথক তিনটি রথের ধ্বজা উড়িয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যাবেন মাসির বাড়ি। পাশাপাশি ওল্ড দিঘায় থানার কাছে পুরনো জগন্নাথ মন্দিরকে মাসির বাড়ি তৈরি করা হয়েছে। সেই মন্দির সংস্কারের কাজ চলছে জোর কদমে।

এবছর রথযাত্রা পালিত হবে আগামী ২৭ জুন। রথযাত্রায় দিঘায় যে পর্যটকের ঢল নামবে, তা আর বলার অপেক্ষা রাখে না। পুরীতে রথের চাকা গড়ানোর আগে সোনার ঝাড় দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। দিঘার রথযাত্রাতেও তার ব্যতিক্রম হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সোনার ঝাড় দিয়ে রাস্তা পরিষ্কার করবেন বলে ইসকন সূত্রে জানা গিয়েছে। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে নিজের অনুদানের টাকায় তৈরি হওয়া সোনার ঝাঁটা ইসকনের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রথযাত্রার জন্য দিঘায় কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে বলে জেলা পুলিশ প্রশাসন সূত্রে খবর। জগন্নাথ মন্দির থেকে তিনটি রথ ওল্ড দিঘার সমুদ্রপাড়ে থাকা মাসির বাড়িতে পৌঁছবে। সেখানে উলটোরথ পর্যন্ত সাতদিন থাকবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। মাসির বাড়ি চত্বরে এই সাতদিন মেলার আয়োজন থাকছে বলে জেলা প্রশাসন সূত্রে জানাগিয়েছে।

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্বে থাকা কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমন দাস বলেন, “মহাধুমধাম করে দিঘায় রথযাত্রা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরে রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তাঁর নিজস্ব তহবিলের টাকায় তৈরি হওয়া সোনার ঝাঁটা আমাদের হাতে তুলে দিয়েছেন। রথের চাকা গড়ানোর আগে সেই সোনার ঝাঁটা দিয়েই প্রভুর মাসির বাড়ি যাওয়ার রাস্তা পরিষ্কার করবেন মুখ্যমন্ত্রী। ভক্তদের প্রচুর ভিড় হবে বলে আশা করা যায়।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ