ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাষা আন্দোলনে নেতৃত্ব দিতে সড়কপথে ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার পথে জনসংযোগের মাঝেই জেলাশাসক ও পুলিশ সুপারকে বড় নির্দেশ। ‘কংসাবতী সেতু তৈরির জন্য কোনও উচ্ছেদ না হয়’, এলাকার বাসিন্দাদের সামনেই সাফ বললেন তিনি। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ শুনে আনন্দিত স্থানীয়রা। তাঁকে ধন্যবাদ জানালেন সকলে।
মেদিনীপুরে কংসাবতী নদীর উপর শীঘ্রই সেতু তৈরির কাজ শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করা হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই শিলাবতীর পাড়ে থাকা দোকানদার ও বাসিন্দারা উচ্ছেদের আশঙ্কায়। মুখ্যমন্ত্রী মেদিনীপুর থেকে সড়কপথে ঝাড়গ্রাম যাবেন জানতে পেরেই তাই বুধবার তাঁর সঙ্গে দেখা করতে যান এলাকার বাসিন্দারা। রাস্তায় তাঁদের দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়ে মুখ্যমন্ত্রী গাড়ি থামান। স্থানীয়রা তাঁদের উচ্ছেদ না করার আর্জি জানান। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী জেলাশাসক ও পুলিশ সুপারকে সেরকমই নির্দেশ দেন। পাশাপাশি পরবর্তীতে পুনর্বাসনের আশ্বাসও দেন।
এরপরই রওনা হন ঝাড়গ্রামের পথে। খানিকটা এগিয়ে পাড়ায় সামাধান কর্মসূচিতে যান মুখ্যমন্ত্রী। ঘুরে দেখেন ঠিক মতো কাজ হচ্ছে কি না। এরপর ফের রওনা দেন গন্তব্যের উদ্দেশ্যে। উল্লেখ্য, বুধবার বিকেলে ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের নেতৃত্ব দেবেন মমতা। রাজবাড়ি মোড় থেকে পাঁচমাথা পর্যন্ত ২.৮ কিলোমিটার মিছিল করবেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.