Advertisement
Advertisement
Jayanta Singh

ফের আড়িয়াদহে জয়ন্ত ত্রাস! যুবককে বেধড়ক মার ‘ডনে’র ভাইয়ের

আপাতত আতঙ্কে গৃহবন্দি আক্রান্ত যুবক।

Man allegedly beaten up by Jayanta Singh's bother
Published by: Paramita Paul
  • Posted:July 9, 2025 3:43 pm
  • Updated:July 9, 2025 4:05 pm   

অর্ণব দাস, বারাকপুর: ফের আড়িয়াদহে জয়ন্ত সিং আতঙ্ক! এবার তার নাম নিয়ে যুবককে ইট ও বাঁশ দিয়ে মারধর। কাঠগড়ায় অভিযুক্ত জয়ন্ত সিংয়ের ভাই ও তার অনুগামীরা। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। আপাতত আতঙ্কে গৃহবন্দি আক্রান্ত যুবক।

Advertisement

কামারহাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আড়িয়াদহ পাটবাড়ি এলাকায় সাইকেল নিয়ে বচসার জের। আর সেই বচসার জেরে জিৎ দাস নামে এক যুবককে জয়ন্ত সিংয়ের নাম নিয়ে প্রথমে হুমকি দেয় জয়ন্তর ভাই শুভম সিং। সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে জিৎ তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু শুভম ও তাঁর অনুগামীরা তাঁকে সেখানে আটকে রাখে বলে অভিযোগ। এরপর জয়ন্ত সিংয়ের ভাই শুভম ও তার অনুগামীরা জিৎকে ইট ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় ১৫ মিনিট সেখানে অচৈতন্য অবস্থায় পড়ে থাকেন আক্রান্ত যুবক। তারপর তাঁকে সেখান থেকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গোটা ঘটনায় আতঙ্কিত ওই যুবক গৃহবন্দি অবস্থায় রয়েছেন। দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। এদিকে ঘটনার পর থেকে পলাতক জয়ন্ত সিংয়ের ভাই ও তার অনুগামীরা। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছেন আক্রান্ত যুবকের পরিবারের সদস্যরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ