Advertisement
Advertisement
Krishnanagar

রাস দেখতে যাওয়াই কাল! বন্ধুর হাতে ‘খুন’ শান্তিপুরের যুবক, কারণ ঘিরে ধোঁয়াশা

কৃষ্ণনগর কোতোয়ালি এবং শান্তিপুর থানার পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। 

Man allegedly invited to Rash and killed by friend in Krishnanagar

মৃত ঋত্বিক মুন্সি। নিজস্ব চিত্র।

Published by: Subhankar Patra
  • Posted:November 17, 2024 6:17 pm
  • Updated:November 17, 2024 6:24 pm   

সঞ্জিত ঘোষ, নদিয়া: রবিবার কৃষ্ণনগরের কোতোয়লি থানার একটি আমবাগান থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। পরিবারের অভিযোগ, রাস দেখতে নিয়ে যাওয়ার নামে তাঁকে খুন করা হয়েছে। অভিযোগের তির তাঁর এক বন্ধুর দিকে। অভিযুক্ত বন্ধু পলাতক। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ঋত্বিক মুন্সি। বয়স ২৩ বছর। তিনি শান্তিপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যুবক কলকাতার একটি হোটেলে কাজ করেন। সম্প্রতি, রাস উপলক্ষে বাড়িতে এসেছিলেন। পরিবার জানিয়েছে, শনিবার রাতে ঋত্বিককে রাস দেখতে নিয়ে যাওয়ার নাম করে ডেকে নিয়ে যান সৌরভ নামে এক বন্ধু। শান্তিপুরের বাসিন্দা সৌরভ। ঋত্বিক নিজের স্কুটি নিয়ে বেরিয়ে যান।  

তবে রাত বাড়লেও ঋত্বিক বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেন। বেশ কয়েকবার চেষ্টার পর সৌরভ ফোন ধরেন। তিনি জানান, ঋত্বিক অসুস্থ হয়েছেন, তিনি তাঁর দেখভালে ব্যস্ত। পরদিন সকালে সৌরভের মা স্কুটির চাবি ফিরিয়ে দিয়ে যান ঋত্বিকের বাড়িতে। এর কিছুক্ষণের মধ্যেই ঋত্বিকের বাড়ির লোকেদের কাছে খবর আসে, কৃষ্ণনগর কোতোয়ালি থানার দুর্গাপুর এলাকার আমবাগান থেকে ঋত্বিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শোকার্ত পরিবার। নিজস্ব চিত্র।

ঋত্বিকের পরিবার সৌরভের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে। তাঁদের দাবি, ওই বন্ধু প্রায়ই জোর করে ঋত্বিককে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। শনিবার রাতেও নিয়ে যায়। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে যুবককে  খুন করা হয়েছে।

মৃতের মা কাশ্মীরা মুন্সি বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সৌরভ বলে ছেলেটি বার বার ছেলেকে ডেকে নিয়ে যেত। আমি এর বিচার চাই।” মৃতের দাদু আব্দুল হাকিম মুন্সি প্রশ্ন তুলে বলেন, “যেখানে ঋত্বিকের কেউ নেই, এমন জায়গায় যাবে কেন? এটা নিশ্চয়ই ষড়যন্ত্র।” ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কৃষ্ণনগর কোতোয়ালি এবং শান্তিপুর থানার পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ